adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে ক্যারিয়ারে মাশরাফি ৫০তম ম্যাচ খেলবেন রােববার

Bangladesh cricket captain Mashrafe Bin Mortaza appeals unsuccessfully for leg before wicket decision against Pakistan cricket captain Azhar Ali during the second One Day International cricket match between Bangladesh and Pakistan at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on April 19, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images) নিজস্ব প্রতিবেদক : টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হওয়ার পথেই আছে বাংলাদেশ। সে সম্ভবনাও প্রচণ্ড। কারণ দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কোন ম্যাচে ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি টাইগাররা। শুধু মাঠের ক্রিকেটই নয় মাঠের বাইরের নানা আলোচনা টাইগারদের মনোবল তলানিতে পৌঁছে দিয়েছে। দলকে উজ্জীবিত করতে পারেননি খোদ মাশরাফি বিন মুর্তজাও। তবে রোববার ইস্ট লন্ডনে ভিন্ন কিছু হতে পারে। কারণ রােববার অধিনায়ক হিসেবে নিজের ৫০তম ম্যাচে খেলতে নামবেন মাশরাফি। আর মাশরাফির মাইলফলকের ম্যাচ বলেই স্বপ্নটা চওড়া হচ্ছে টাইগারদের। জয়ের আশাই করছে বাংলাদেশ শিবির।

মাইলফলকের ম্যাচগুলো বরাবরই ভালো খেলে বাংলাদেশ। কদিন আগেই নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে। অথচ এর আগের ৯৯ টেস্টে জয় মাত্র ৬টি। শততম ওয়ানডেতেও ভারতের মতো দলকে হারিয়েছিল টাইগাররা। তখন তুলনামূলকভাবে অনেক দুর্বলই ছিল টাইগাররা।

এতো গেলো দলীয় চিত্র। ব্যক্তিগত মাইলফলকের ম্যাচেও রেকর্ড টাইগারদের পক্ষেই কথা বলে। এর আগে অধিনায়ক হিসেবে ৫০টি বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড আছে দুইজনের। হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। সর্বোচ্চ ৬৯ ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে শীর্ষে রয়েছেন বাশার। আর সাকিব নেতৃত্ব দিয়েছেন ঠিক ৫০ ওয়ানডেতে। অধিনায়ক হিসেবে নিজের ৫০তম ওয়ানডেতে জিম্বাবুয়ের জয় পেয়েছিলেন বাশার। আর সাকিব জয় না পেলেও বাংলাদেশ হারেনি। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে সে ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া