adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখে আধুনিকায়ন হচ্ছে মাদ্রাসা শিক্ষা

nahid-1_96740 (1)ডেস্ক রিপোর্ট : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

আজ বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় স্কাউট ভবনে নতুন সৃষ্ট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম সায়েফউল্যা এবং বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব সাব্বির আহমদ মোমতাজী।

নাহিদ বলেন, দ্বীনি শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে সরকার মাদ্রাসা শিক্ষাকে এমন এক পর্যায়ে উন্নীত করতে চায়, যাতে মাদ্রাসায় শিক্ষিতরাও প্রশাসনসহ সর্বত্র সমান যোগ্যতায় ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষায় সিলেবাসের ব্যাপক সংস্কারের ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন আধুনিক বিষয়ে ভর্তির সুযোগ পাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যে সারাদেশে ১১৩০টি মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করেছে এবং আরও ১৮০০ মাদ্রাসায় নতুন ভবন নির্মাণে প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার ইসলামের নাম ভাঙিয়ে ক্ষমতায় এলেও দেশে নতুন একটি মাদ্রাসা ভবনও নির্মাণ করেনি।

নাহিদ বলেন, শেখ হাসিনার সরকার মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। মাদ্রাসায় শিক্ষিতদের জন্য মধ্যপ্রাচ্যের দেশসমূহে কর্মসংস্থানে সরকার গৃহীত পদক্ষেপে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ (বরিশাল বিভাগ), মাওলানা নুমান আহমেদ (সিলেট বিভাগ), মাওলানা হাসান মাহমুদ (রংপুর বিভাগ), মাওলানা আব্দুর রহমান (খুলনা বিভাগ), মাওলানা আব্দুল মান্নান ও মাওলানা আব্দুর রাজ্জাক (ঢাকা বিভাগ)। পরে শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  উদ্বোধন করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া