adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্দোরের উইকেটেও সাহায্য পাবেন কুলদীপরা

KULDIPস্পোর্টস ডেস্ক : স্টিভ স্মিথদের দুশ্চিন্তা কাটছেই না। একেই সিরিজে ০-২ পিছিয়ে পড়েছে দল। তার উপর ইন্দোরের হোলকার স্টেডিয়ামের উইকেটেও কুলদীপ যাদব, যুবজেন্দ্র চাহালদের জন্য সাহায্য মজুত রয়েছে। এই খবরে স্মিথ বাহিনী যে চাপে পড়বেই, তা বলার অপেক্ষা রাখে না। সফরে এসেই শিবিরে চায়নাম্যান বোলারের খোঁজ করেছিলেন স্মিথরা। পেয়েও গিয়েছিলেন একজনকে। লাভ যে হয়নি তা তো ইডেন ম্যাচেই বোঝা গেছে। কুলদীপের হ্যাটট্রিক, চাহালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দিশেহারা দেখাচ্ছে ওয়ার্নারদের।
তার উপর হোলকার স্টেডিয়ামের কিউরেটর সমন্দর সিং চৌহানের কথা কানে গেলে তো রাতের ঘুম উড়ে যাবে অসি বাহিনীর। হোলকার স্টেডিয়ামের উইকেটে রান যেমন রয়েছে, তেমনই রয়েছে রিস্ট স্পিনারদের জন্য সাহায্য। রবিবারের ম্যাচের আগে পিচ কিউরেটরের মন্তব্য, ‘উইকেট নতুন করে তৈরি করা হয়েছে। জল ধরে রাখার ক্ষমতা আছে। ফলে রিস্ট স্পিনাররা সাহায্য পাবে।’ এরপরই সমন্দরের সংযোজন, ‘যে উইকেটে রবিবারের ম্যাচ হবে, সেখানেই কিছুদিন আগে রনজি ক্রিকেটাররা দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল। উইকেটে যে রান রয়েছে তা ওই ম্যাচেই টের পাওয়া গেছে।’ ভারতীয় ব্যাটসম্যানদের জন্য স্টেডিয়ামটি ভীষণ পয়া। বীরেন্দ্র শেহবাগ ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এখানেই ওয়ানডে ম্যাচে ২১৯ করেছিলেন। গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে বিরাট কোহলি দ্বিশতরান করেছিলেন। রাহানের ব্যাট থেকে এসেছিল ১৮৮। চেন্নাই ও কলকাতায় এখনও পর্যন্ত ৩০০ ওঠেনি। হোলকারের যা উইকেট তাতে ৩০০ প্লাস রান হওয়া উচিত। তার সঙ্গে থাকছে রিস্ট স্পিনারদের জন্য সাহায্য। তবে রবিবারের ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। -আজকাল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া