adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরব বিদেশি কর্মীদের গ্রিনকার্ড দেবে

soudi_আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের আদলে কর্মরত বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশের রাজস্ব বৃদ্ধির নতুন খাত সৃষ্টিতে যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে, এটি তারই অংশ।
 
বাণিজ্যবিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গকে গত সোমবার এক সাক্ষাৎকারে সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান এ তথ্য জানিয়েছেন।
 
সৌদি আরবের মোট জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই বিদেশি কর্মী। দেশটিতে প্রায় ৯০ লাখ বিদেশি কর্মরত আছে। অর্থনীতিতে যে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে তেলনির্ভর অর্থনীতি থেকে সরে আসতে চাইছে সৌদি আরব। বিকল্প রাজস্ব আয়ের উৎস সৃষ্টির পরিকল্পনা হিসেবে বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়াকে বেছে নিতে চাইছে দেশটির সরকার।
 
ঠিক কবে নাগাদ বিদেশিদের গ্রিনকার্ড দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানাননি উপপ্রধানমন্ত্রী সালমান। তবে তিনি বলেন, এর মাধ্যমে ‘২০২০ সাল নাগাদ প্রতিবছর অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার আয় বাড়ানো সম্ভব, যার ফলে তেলবহির্ভূত আয় তিনগুণ বাড়বে এবং বাজেটে ভারসাম্য ফেরানো সম্ভব হবে।’
 
তিনি বলেন, ‘এটা অনেক বড় পরিকল্পনার আওতাধীন প্যাকেজ, যার লক্ষ্য হচ্ছে কিছু আয় বৃদ্ধির খাত পুনর্গঠন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া