adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশ রফতানির সিদ্ধান্ত নেয়নি সরকার: তোফায়েল

image_66245_0ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “ইলিশ রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছে ভারত এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে এ বছর ধরে বৈধ পধে ইলিশ রফতানি বন্ধ থাকলেও অবৈধপথে ইলিশ রফতানি থেমে নেই।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এতথ্য জানান।এর আগে ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে দুদেশের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় ভারতীয় হাইকমিশনার ইলিশ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন।বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ ভারতে শুল্কমুক্ত ভাবে তামাক এবং এলকোহল ছাড়া সবধরনের পণ্য রফতানি করে। তবে কিছু বাধা রয়েছে। এসব বাধা দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করে সমাধান করা্ হবে।”মন্ত্রী বলেন, “এক সময় ভারত বিএসটিআই পরীক্ষিত পণ্য গ্রহণ করতো না। এখন তারা বিএসটিআইকে আপগ্রেড করতে অর্থায়ন করেছে। এখন থেকে বিএসটিআই পরীক্ষিত পণ্য গ্রহণ করবে।”মন্ত্রী আরো বলেন, “দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ নিয়ে কথা হয়েছে ভারতের সঙ্গে। এখন থেকে দুদেশের ব্যবসায়ীরা উভয় দেশে বিনিয়োগ করতে পারবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া