adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ টাকার হাইড্রোজেন জ্বালানিতে ১৪৮ কিলোমিটার চলবে বাইক

HONDAডেস্ক রিপাের্ট : ক্রমশ দূষণের কালো ধোঁয়া গ্রাস করছে গোটা বিশ্বকে। যানবাহন থেকে বের হওয়া কালো ধোঁয়া দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে তুলছে গোটা বিশ্বে। সেখানে দাঁড়িয়ে পেট্রোলে নয়, হাইড্রোজেনে চলবে এমন বাইক বানিয়ে ফেলল খালিদ ইব্রাহিম, আর বালাজি, গৌতম রাজ ও জেরি জর্জ নামে ভারতের কলেজ পড়ুয়া চার ছাত্র। তাদের দাবি, হাইড্রোজেনে চলার ফলে একদিকে যেমন দূষণের পরিমাণ কমবে, তেমনই এক লিটার জ্বালানিতে বাইকটি চলবে ১৪৮ কিলোমিটার। সূত্র-কোলকাতা২৪

জ্বালানি বাঁচাতে, একই সঙ্গে দূষণের মাত্রা কমাতে হাইড্রোজেন চালিত গাড়ি বানাতে মরিয়া বিশ্বের বড়বড় গাড়ি নির্মাতা সংস্থাগুলি। এমনকি নেদারল্যান্ডসে তো ২০২০ সালের পর হাইড্রোজেন ছাড়া অন্য সমস্ত জ্বালানিচালিত গাড়ি নিষিদ্ধ করার ভাবনা চলছে। এই পরিস্থিতিতে হাইড্রোজেন চালিত বাইক বানিয়ে কার্যত বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতাদের নজরে দক্ষিণের এক কলেজের এই চার পড়ুয়া।
খালিদ ইব্রাহিম, আর বালাজি, গৌতম রাজ ও জেরি জর্জ নামে এই চার পড়ুয়ার দাবি, তারা যে বাইক বানিয়েছে তা চলবে হাইড্রোজেনে। ফলে হবে না কোনও দূষণ। আর এক লিটার হাইড্রোজেনে বাইক ছুটবে ১৪৮ কিলোমিটার।

শুধু তারাই নন, এই বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাওয়া তাদেরই শিক্ষকের দাবি, এই দেশে, যেখানে পেট্রোলের মতো জ্বালানি অনেক কম, সেখানে অবশ্যই হাইড্রোজেনকে বিকল্প জ্বালানি হিসাবে ভাবা উচিত। কারণ দেশে হাইড্রোজেন খুব সস্তা। মাত্র ৩০ টাকায় মিলতে পারে এক লিটার হাইড্রোজেন।
আর হাইড্রোজেন জ্বলে তৈরি হয় জলীয় বাষ্প। ফলে পরিবেশ দূষণের কোনও সম্ভাবনাই থাকে না। শুধু তাই নয়, অন্যদিকে ঐ কলেজ ছাত্রদের আরও দাবি, যে কোনও ইঞ্জিনকে চালানো যেতে পারে হাইড্রোজেনে। আর তাতে ইঞ্জিনের আয়ু কমার বদলে বরং বাড়ে। আর একটা বাইকে হাইড্রোজেন কিট বসাতে দরকার মাত্র ৭ হাজার টাকা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া