adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালত অবমাননার বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী – রিজভী

Copy of RIZVI-2নিজস্ব প্রতিবেদক : ‘ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মনে করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৫ আগস্ট শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, ‘‘গতকাল সিলেটে অর্থমন্ত্রী বলেছেন ‘ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাস করা হবে’। মন্ত্রীর এই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার। অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা।’’
তিনি বলেন, ‘ক্ষমতার সুউচ্চ বলয়ে আমৃত্যু থেকে যাওয়ার বাসনা বাধা পড়াতে ক্ষমতাসীন মন্ত্রী ও নেতাদের বক্তব্য অসংলগ্ন হয়ে পড়েছে। অতীতেও আওয়ামী লীগের মন্ত্রীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল করে বিচারকদের এজলাস ভাঙচুর করেছে। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পর সরকারের গদির নীচে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই রায়ের পর বর্তমান ভোটারবিহীন সরকারের সকল কর্মকাণ্ড এখন সম্পূর্ণভাবে বেআইনী।’
হজ অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের ভ্রান্তনীতির কারণে হজ ব্যবস্থাপনায় চলছে চরম অব্যবস্থা। ধর্ম মন্ত্রণালয়ের অনিয়ম ও অব্যবস্থাপনায় একের পর এক বাতিল হচ্ছে নির্ধারিত হজ ফ্লাইট। হজযাত্রী পরিবহন শুরুর ১২ দিনে বাতিল হয়েছে ১৯টি ফ্লাইট। এ অবস্থায় দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে দুর্ভোগে পড়ছেন হজযাত্রীরা।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর হজ ক্যাম্প, হোটেল ও আত্মীয়-স্বজনদের বাসায় ভোগান্তির দিন পার করছেন কয়েক হাজার হজযাত্রী। থাকা-খাওয়ার অসুবিধার পাশাপাশি গচ্চা যাচ্ছে বাড়তি টাকা। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছরই হজযাত্রীদের নিয়ে বিশৃঙ্খলা দেখা দিলেও সরকার কোনো নীতিমালা ও সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি না করায় হজযাত্রীরা হয়রানিতে পড়ছেন। এবারও ৪০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে গেছে।’
ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দায়িত্ব এড়িয়ে চলায় হজ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিমানমন্ত্রী প্রতিদিনই জাতিকে সবক দিচ্ছেন অথচ নিজের মন্ত্রণালয় যে বারবার ব্যর্থতার হ্যাট্রিক করেছে সেটি তিনি বেমালুম ভুলে যান।’
‘বিএনপির টপ-টু-বটম নেতাদের পদত্যাগ করা উচিৎ’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের কারণে ভোগ-দখলের স্বার্থে আঘাত আসায় মন্ত্রী-এমপিরা এখন প্রলাপ বকছেন। এমনিতেই ভয়াবহ দু:শাসন, দুর্নীতি, গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতন, পাশবিক নির্যাতনের পর বগুড়ায় মা ও মেয়ের মুণ্ডিত মস্তকসহ দেশব্যাপী বিরাজমান বিভৎস অনাচারে জনগণ এখন আওয়ামী সরকারকে রক্তপায়ী দৈত্যের মতো মনে করে, তাই আওয়ামী বন্দীশালায় নিষ্পিষ্ট ও পীড়িত জনগণ প্রতিমূহুর্তে প্রহর গুনছে জালিমশাহীর পতনের।’
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোতেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল করির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা আবদুল আউয়াল প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া