adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়ে শুরু চ্যাম্পিয়ন আবাহনীর

AKCক্রীড়া প্রতিবেদক : দশম পেশাদার ফুটবল লিগ- বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। হারিয়েছে তারা প্রথম বার দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে পা রাখা সাইফ স্পোর্টিং ক্লাবকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আকাশী-নীলদের জয়ের ব্যবধান ৩-২ গোলের।
লিগের প্রথম ম্যাচটি ছিল দারুণ উপভোগ্য। ২-০ গোলে পিছিয়ে গিয়েও ম্যাচে সমতা এনে খেলা দারুণ জমিয়ে দিয়েছিল নবাগত সাইফ। এই মৌসুমে যারা আবাহনীর ঘর ভেঙে বেশ কিছু তারকা ফুটবলার দলে ভিড়িয়েছে। সেই আবাহনী যখন সাইফকে সামনে পেল, তখন ম্যাচে বাড়তি আমেজ তো থাকেই। তাছাড়া নবাগত হলেও সাইফ দল গড়েছে চ্যাম্পিয়নশিপের জন্যই। মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচটি অবশ্য ১-১ গোলে ড্র হয়েছিল। লিগে অবশ্য সাইফকে ঠিকই হতাশার আগুনে পুড়িয়েছে দ্রাগো মাচিচের শির্ষ্যরা।
এবারের লিগে দর্শকরা প্রথম গোলটি দেখলো ম্যাচের ২১ মিনিটে। আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের পা থেকে। ফেডারেশন কাপেও প্রথম গোলটি এসেছিল এই এমেকার পা থেকে।
আবাহনী তাদের ব্যবধান বাড়ালো ২৮ মিনিটে। পেনাল্টি থেকে গোলটি করলেন এমেকাই। প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগে সাইফের পক্ষে তপু বর্মণ গোল করে ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল আদায় করে নেয় নবাগত দল সাইফ। গোল করেন জুয়েল রানা। তবে ৮৪ মিনিটে নাসিরুদ্দিনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
নানা কারণে বাফুফের বর্ষপঞ্জিতে ঘোষিত সময় থেকে প্রায় দেড় মাস পর মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরটি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া