adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হােলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউলের স্ত্রীর চাকরি হচ্ছে জাবিতে

RABIULডেস্ক রিপাের্ট : গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের স্ত্রী উম্মে সালমার চাকরি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শনিবার এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফারজানা ইসলাম। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ‘নিহত পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তার স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’
রবিউলের স্ত্রী উম্মে সালমা, ছেলে সাজিদুল করিম সামি (৮), মেয়ে কামরুন্নাহার রায়না (১১ মাস) নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামে বাস করছেন।
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার খবর শুনে সেখানে ছুটে যান রবিউল ইসলাম। অন্য পুলিশ কর্মকর্তাদের সাথে আর্টিজানের গেট দিয়ে ঢুকতে গেলে জঙ্গিদের ছোড়া বিস্ফোরকে নিহত হন তিনি। বনানী থানার ওসি মো. সালাউদ্দিনও এ সময় নিহত হন।
ওইদিন রাতে জঙ্গিরা একে একে ২০ জন জিম্মিকে নিষ্ঠুরভাবে জবাই করে হত্যা করে। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি, একজন ভারতীয়, ৯ ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক। প্রায় ১২ ঘন্টার ওই ‘জিম্মি সংকট’ শেষ হয় সেনাবাহিনীর কমান্ডো অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ট’ দিয়ে। 
অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্টুরেন্টের বাবুর্চি সাইফুল ইসলাম চৌকিদার নিহত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া