adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা হরতালের হুমকি

ডেস্ক রিপোর্ট : সাভারে ধসে পড়া রানা প্লাজার তিগ্রস্ত শ্রমিকদের পরিবারের সদস্যরা তিপূরণের দাবিতে মিছিল-সমাবেশ করেছে। শুক্রবার দুপুরে ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজা ধসের ১১ মাস হতে চলল এখনো আমরা উপযুক্ত ক্ষতিপূরণ পাইনি।তাই আগামী মাসের মধ্যে এ ক্ষতিপূরণ দেওয়া না হলে হরতাল-অবরোধের মাধ্যমে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কেএম মিন্টু বলেন, গত ১১ মাস ধরে আমরা আমাদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন-সংগ্রাম-মানববন্ধনসহ  মিছিল করে আসছি। কয়েকবার বিজিএমইএ ভবনে গিয়েছি কিন্তু তারা আমাদের  বিষয়ে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ভবন ধসের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যরা বর্তমানে অনাহারে অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মানবেতর জীবন যাপন করছে। সরকার কিংবা বিজিএমইএ আমাদের পাশে না দাঁড়িয়ে আমাদের পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে। কয়েকদিন আগে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে কর্মকর্তারা আমাদের পুলিশ দিয়ে গুলি করে হত্যার হুমকি দেন। মিন্টু বলেন, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের কাছে আমরা তিপূরণ দাবি করলে আমাদের দুই হাত অথবা দুই পা কাটা না হলে তিপূরণ দেওয়া যাবে না বলে তিনি জানান। পরে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে  মিছিল করে। এসময় তারা স্লোগান দেয়, এতো টাকা এল গেল, আমাদের টাকা কোথায় গেল।সমাবেশে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক, গার্মেন্টস শ্রমিক  ট্রেড ইউনিয়ন  কেন্দ্রের সাধারণ সম্পাদক  কেএম মিন্টুসহ ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া