adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার আয়ারল্যান্ড যাচ্ছে মাশরাফিরা -দলের ম্যানেজার জালাল

JALALক্রীড়া প্রতিবেদক : আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। ওই আসরে  আয়ারল্যান্ড ছাড়াও বাংলাদেশ ও নিউজিল্যান্ড খেলবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী। বাংলাদেশ দল ২৬ এপ্রিল বুধবার রাতে আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ডে  রওনা হবে।  ইংল্যান্ডের সাসেক্সে পৌঁছে দলটি ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করে মাশরাফিরা যাবেন আয়ারল্যান্ড। সেখানে তিন জাতি ক্রিকেট সিরিজ খেলবে টিম বাংলাদেশ।
দলের অভিভাবক পদে পরিবর্তন এনেছে বিসিবি।  বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। বিসিবি থেকেই নিয়োগপ্রাপ্ত তিনি। অথচ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বরেছেন, ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডে যাবেন না খালেদ মাহমুদ সুজন। এ কারণেই আমি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ম্যানেজারের দায়িত্ব পালন করব। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুজনই ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া