adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদিকে জার্সি পাঠালেন কোহলিরা

KOHLIস্পাের্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছেন। ‘বুম বুম’ খ্যাত এ তারকাকে সম্মান জানিয়ে পাঠানো বিরাট কোহলির জার্সিতে ভারতীয় ক্রিকেটাররা স্বাক্ষর করেন।

দীর্ঘ ২১ বছরের দুর্দান্ত ক্যারিয়ারের ইতি টেনেছেন আফ্রিদি। ২০১০ সালে টেস্ট ও ২০১৫ বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন আফ্রিদি। চলতি বছর টি ২০ ক্রিকেটেরও ইতি টানেন।

নিজের ১৮ নম্বর জার্সিতে স্বাক্ষর করেছেন তিন ফরমেটের ভারতীয় দলপতি কোহলি। আরও স্বাক্ষর করেছেন যুবরাজ সিং, আশিষ নেহরা, জাসপ্রিত বুমরাহ, সুরেশ রায়না, পবন নেগি, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আজিংকা রাহানে, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, হারদিক পান্ডে আর রবি শাস্ত্রী।

জার্সির নিচে লেখা ছিল, ‘শহীদ ভাই, আপনার জন্য শুভকামনা, আপনার বিপক্ষে খেলা সব সময়ই সুখকর।’

অবসর নেয়ার আগে আফ্রিদি সবশেষ পাকিস্তানের হয়ে ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি ২০ বিশ্বকাপে খেলেছিলেন। ওয়েবসাইট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া