adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মরিনহোর প্রথম চেলসি বধ!

MORINস্পোর্টস ডেস্ক : কােচ মরিনহাে নিজের সাবেক শিষ্যদের এই প্রথম হারাতে পেরেছেন তিনি। পয়েন্ট টেবিলে শীর্ষে উড়তে থাকা ব্লুজদের জয় রথ থামিয়েছে রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠ দুর্দান্ত জয় পেয়েছে রেড ডেভিলসরা।

নিজেদের মাঠে ৬ মিনিটের মাথাতে একটি সুযোগ পেলেও মিস করেন ডেভিড লু্ইজ। তবে পরের মিনিটেই ত্রিকোণের প্যাঁচে গোল করেন রাসফোর্ড। হেরেরা কার্লসের পসে বল পেয়ে সুযোগ পান ম্যান ইউর ডেভিড লুইজ। কিন্তু লুইজের পাস দেন আরেক ম্যান ইউ ফরোয়ার্ড তারকা মার্কাস রাসফোর্ডকে। চেলসির জালে গোল করতে মোটেও দেরি করেননি তিনি।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়েই ড্রেসিং রুমে যায় রেড ডেভিলসরা। দ্বিতীয়ার্ধের শুরুটাও কথা বলেছে মরিনহো শিষ্যদের পক্ষেই!

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটের সময় রাসফোর্ডের ডিপ ফ্রি কিক পুরোটাই কাজে লাগিয়েছেন আরেক ফরোয়ার্ড ইয়াং। চেলসির জালে দ্বিতীয় গোলটি করেন ইয়াং। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছঠাড়ে মরিনহো শিষ্যরা।

হোসে মরিনহো আজকের রেড ডেভিলসদের সাজিয়েছেন  ৪-২-৩-১ ফরম্যাটে। এই ফরম্যাটে একমাত্র স্ট্রাইকার ছিলেন ইব্রাহমোভিচ।

অন্য দিকে চেলসি বস কন্তেও সাজিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ক্লাবটিকে। ৩-৪-৩ ফরম্যাটে শেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে খেলা একাদশটাই নামিয়েছেন কন্তে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া