adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দল এখন ঢাকায়

Taskinক্রীড়া প্রতিবেদতক : এক মাসের বেশি সময় সফল একটি সফর শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছে টাইগার বাহিনী।

বাংলাদেশ সময় শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে টিম বাংলাদেশ।

তবে দলের সাথে ঢাকায় ফেরেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএল খেলতে তিনি কলম্বো থেকেই ভারতের বিমানে চেপেছেন।

টিম বাংলাদেশের এবারের লঙ্কা সফরটি অন্য যেকোনোবারের চেয়ে দারুণ আলোচিত ছিল। কারণ লঙ্কানদের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিনটি সিরিজই ড্র করেছে বাংলাদেশ।

মার্চের ৭ তারিখে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে নামে বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে লড়াই করেও হেরে যায় মুশফিক বাহিনী। তবে নিজেদের শততম ও সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ তার শততম টেস্টে পেয়েছে স্বপ্নের মতো এক জয়। টেস্ট পরিবারে সবার শেষে এসে চতুর্থ দল হিসেবে এই কীর্তিটা গড়া সামান্য প্রাপ্তি নয়। এর আগে নিজেদের শততম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। এবার জিতল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ সিরিজের টেস্ট ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।

সফরকারীরা সমতা এনেছে ওয়ানডে সিরজেও। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তৃতীয়টিতে স্বাগতিকদের কাছে হেরে ১-১ এ সমতায় শেষ করছে।

এরপর দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশ বৃহস্পতিবারে (৬ এপ্রিল) দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে। এই সিরিজের মধ্যদিয়েই টি-২০ ক্যারিয়ারের ইতি টানছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া