adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

BANGস্পোর্টস ডেস্ক : শুধু একটি ওয়ানডে ম্যাচ নয়, এটি দেশের বাহিরে উপমহাদেশের অন্যতম পরাশক্তি সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের ওয়ানডে, ক্রিকেট বিশ্বে নিজেদের শক্তি জানান দেয়ার ওয়ানডে। তাই জয়ের লক্ষ্যে টাইগারদের কর্তরা ব্যস্ত একাদশ নিয়ে। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ও সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৩টায় রণগিরি ডাম্বুলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

একাদশে আসতে পারে পরিবর্তন। ডাম্বুলায় উইকেটের পরিবর্তনে হয়তো ভিন্ন একাদশ নিয়ে নামতে পারে টাইগাররা। সাধারণত ক্রিকেটে জয়ের ধারায় থাকলে ‘উইনিং কম্বিনেশনে’ পরিবর্তন আনেনা কোন দল। তবে এই ধারায় পরিবর্তন আনছে টিম ম্যানেজমেন্ট।

একাদশে কারা কারা থাকছেন উইকেটের অবস্থা দেখে আজ সকালে সেটা চূড়ান্ত হওয়া কথা। আজ একটি বা দুটি পরিবর্তন আসছে পারে টাইগার স্কোয়াডে। যদি ৪ জন পেসার নিয়ে খেলে তবে কপাল খুলতে পারে রুবেল হোসেনের। তাকে জায়গা দিতে বাদ পরতে হতে পারেন মোসাদ্দেক হোসেন। এছাড়া গত ম্যাচের রান না পাওয়া সৌম্যের জায়গায় আসতে পারে ইমরুল। 

২য় ওয়ানডের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার / ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত / রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া