adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নরওয়ের রাষ্টদূত সুন্দরবন ঘুরে মুগ্ধ

norwayডেস্ক রিপাের্ট : সুন্দরবনের নৈসর্গিক দৃশ্য দেখে মুগ্ধ হলেন বাংলাদেশের নিযুক্ত নরওয়ের রাষ্টদূত সিডসেল ব্লিকেন। ‘দেশের বন সুন্দরবন’ নামক একটি টুরিস্ট লঞ্চে চেপে ১০ মার্চ শুক্রবার সকল ১০টার দিকে এ রাষ্ট্রদূত সুন্দরবনের করমজল যান। এ সময় তার সাথে নরওয়ের ২ জন, ভারতের ৩ জন, হংকং এর ১ জন ও খুলনা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর উপস্থিত ছিলেন।
 
রাষ্ট্রদূত করমজলে নামারপর পর্যটন কেন্দ্রটি প্রায় একঘণ্টা ঘুরে ঘুরে দেখেন। প্রতিটি স্পটে গিয়ে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখে থমকে দাঁড়ান এবং ‘ওন্ডারফুল’ শব্দ ব্যবহার করেন। এ সময় সঙ্গে ছিলেন করমজলের ওসি হাওলাদার আজাদ কবির। তিনি বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। সকাল এগারোটার দিকে রাষ্টদূত করমজল ত্যাগ করেন।
মংলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একটি আন্তজার্তিক সেমিনারে অংশ নেওয়ার জন্য খুলনায় আসেন নরওয়ের রাষ্টদূত। খুলনায় রাত্রি যাপনের পর সকালে করমজলে ঘুরতে যান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া