adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জল ঘোলা করে বিএনপি নির্বাচনে যাবে : ওবায়দুল কাদের

image-22922ডেস্ক রিপাের্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,  সড়ক পরিবনহ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গাধা পানি খায়, কিন্তু একটু ঘোলা করে খায়। বিএনপিও পানি খাবে, নির্বাচনে যাবে, তবে একটু ঘোলা করে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নিয়ে এখন আর মাথা ঘামানোর দরকার নেই। কারণ, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টি। প্রতিদিন শুধু মানি না আর মানব না। আওয়ামী লীগের কিছুই তাদের পছন্দ হয় না।’

৬ মার্চ সোমবার বিকালে নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন বিএনপি বলে শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত নির্বাচনে যাবে না। এসব হুমকি দেখিয়ে লাভ নেই। নির্বাচনে বিএনপিকে যেতেই হবে।’

নতুন করে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিকে বলব আগে কেন্দ্রীয় কমিটির লোকজনকে নিয়ে মাঠে নেমে দেখান। আপনারা সকালে বলেন এক কথা, বিকালে বলেন আরেক কথা। এক নেতার কথার সাথে অন্য নেতার কথার কোনো মিল নেই।’  তিনি বলেন, ‘বিএনপির ঘরেই গণতন্ত্র নেই, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কী করে।’

স্থানীয় নেতাদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগে আর পকেট কমিটি করতে দেয়া হবে না।’ এ সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিকে খুব দ্রুত রাজশাহী অঞ্চলের তিন বছরের অধিক সময় ধরে থাকা কমিটিগুলো ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগে প্রয়াত আব্দুল জলিলের অবদান অসামান্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আব্দুল জলিলের মতো দেশপ্রেমিক আর জনদরদি হতে হবে। শুধু ব্যানার, ফেস্টুন আর স্লোগানে থাকলে চলবে না।’

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মালেক। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম এমপি ও নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র এমপি বক্তব্য দেন।

বক্তারা প্রয়াত আব্দুল জলিলের বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান।

এর আগে বেলা ১১টার দিকে মরহুম আব্দুল জলিলের কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া