adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রমাণ মিললে বাবুল আক্তারকে গ্রেফতার- বললেন আইজিপি

IGPডেস্ক রিপাের্ট : স্ত্রী মিতু হত্যায় জড়িত থাকার প্রমাণ মিললে চাকুরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশ সুপার বাবুল আক্তারকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে সিএমপি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 
এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি মুসাকে পাওয়া না গেলে তাকে অনুপস্থিত দেখিয়েই চার্জশিট দাখিল করা হবে বলেও জানান তিনি। 

স্বামী বাবুল আক্তারকে মিতু হত্যায় গ্রেফতার দেখানো হবে কিনা এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বাবুল আক্তারকে গ্রেফতার করার মতো প্রমাণযোগ্য কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।’

পুলিশের এস আই আকরাম হত্যার ঘটনায় আকরামের পরিবারের পক্ষ থেকে বাবুলকে দায়ী করার বিষয়ে ‍তিনি বলেন, ‘এরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি। যদি অভিযোগ সত্য হয়, তখন বাবুল আক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ 

আওয়ামী লীগের এমপি লিটন খুনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘লিটন খুনের মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্ণেল আবদুল কাদের খান। আবদুল কাদের খান খুনের মূল পরিকল্পনাকারী। তার ইচ্ছা ছিলো লিটনকে যদি সরিয়ে দেয়া যায়, তাহলে তার পথ পরিষ্কার হবে এবং পরবর্তীতে এমপি হতে পারবে।’

দেড় মাসের তদন্তে খুনি ও খুনের পরিকল্পনাকারীকে শনাক্তের কথা জানিয়ে আইজিপি বলেন, ‘বিন্দুমাত্র সন্দেহ নেই, আমরা যাদের শনাক্ত করেছি তারাই খুন করেছে এবং খুনের পরিকল্পনা করেছে। তিনি সেদিনের ঘটনার কথা উল্লেখ করে বলেন, তিনজন কিলার মোটর সাইকেলে করে লিটনের বাড়িতে গেছে। গুলি করে তাকে হত্যা করা হয়েছে। সেই মোটর সাইকেলসহ তিনজন কিলারকে গ্রেফতার করা হলে দুইজন গতকাল ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তিনি বলেন,আরেকজন গ্রেফতার হয়েছে, তাকেও আমরা জবানবন্দি নেয়ার জন্য পাঠাবো।’
 
খুনের পর জামায়াতকে দায়ী করা হয়েছিল কেন জানতে চাইলে তিনি বলেন, ‘সুন্দরগঞ্জে জামায়াত ২০১৩ সালে ৪ জন পুলিশকে হত্যা করেছিলো। সে সময় গাইবান্ধায় যারা নাশকতা করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সবাই জামায়াতের। জামায়াতকে সন্দেহ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে পুলিশ এ হত্যা মামলার তদন্তে শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া