adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যারিস্টার শাকিলার জামিনের স্থগিতাদেশ বাড়লো

sakilaনিজস্ব প্রতিবেদক : জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে দায়ের করা মামলায় আটক সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার জামিন শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ ১৩ এপ্রিল বুধবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া জামিন ২০ মার্চ পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। বুধবার শাকিলার জামিনের বিষয়টি কার্যতালিকায় এলে আদালত শুনানি শেষে ৫ জুন পর্যন্ত মুলতবি করেন।

গত ২২ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে আইনজীবী ব্যরিস্টার শাকিলা ফারজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া