adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচন : নতুন সিইসি

CECডেস্ক রিপাের্ট : নতুন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আমাদের টার্গেট হলো নিরপেক্ষ নির্বাচন করা। নতুন দায়িত্ব পাওয়ার পর এ কথা বলেন তিনি।
৬ ফেব্রুয়ারি সোমবার রাতে নুরুল হুদা বলেন, মাত্র কয়েক ঘন্টা আগে জানলাম যে সিইসি হয়েছি। আমাদের টার্গেট হলো নিরপেক্ষ নির্বাচন করা, কনস্টিটিউশনকে অ্যাপ্লাই করা, সব দলের অংশগ্রহণে নির্বাচনের আয়োজন করা। সব কথা এখনই বলার সময় হয়নি। সামনে কী চ্যালেঞ্জ আছে, সেটা তো এখনও জানি না। ইমিডিয়েট চ্যালেঞ্জ কী, সেটাও জানি না।’
তিনি আরও বলেন,‘আমার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটা অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব পালনের চেষ্টা করবো।’
ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘পরিকল্পনার কথা বলার সময় এখনও হয়নি, এটা তো সাংবিধানিক পথ। আগে শপথ নেই, তারপর সহকর্মীদের সঙ্গে বসবো, কমিশনে যারা স্টাফ আছে তাদের সঙ্গে বসতে হবে। তারপরে কী কাজ আছে, সেটি অ্যাসেসমেন্ট করে বোঝা যাবে। এজন্য নিশ্চয়ই কিছু সময় লাগবে।’
১৯৭৩ ব্যাচের সরকারি কর্মকর্তা নুরুল হুদা সচিব হিসেবে ২০০৬ সালে অবসর নেন ।এরপর তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

জেমকন লিমিটেডের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক,  নর্থ-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড(বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছর চাকরি শেষে ২০১৫ সালে অবসর নেন।

সোমবার রাতে নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন  করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।বাংলাট্রিবিউন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া