adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ইসলাম বললেন – অবৈধ সরকারের বিরুদ্ধে অন্য কৌশলে এগোতে হবে

ডেস্ক রিপাের্ট : নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন গ্রহণে ব্যর্থতা এবং সরকারের দেশ পরিচালনার ব্যর্থতার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই দায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এবং সভানেত্রী শেখ হাসিনার। কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না তারা।’

রবিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সার্চ কমিটির আহ্বানে সাড়া না দিলে বিএনপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অভিমতের বিষয়ে তিনি বলেন, ‘কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের ওপর কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।’

এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতে আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক সকারের বিরুদ্ধে হরতাল দিয়ে আন্দোলন করা যায়। কিন্তু যে সরকার অবৈধ, সে সরকারের বিরুদ্ধে অন্য কৌশল অবলম্বন করে এগোতে হবে। বিএনপি আশা করে, এই কৌশলে সফলকাম হবে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া