adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতিরঝিলে বাস সার্ভিস চালু

hatir jhhel_95680নিজস্ব প্রতিবেদক:রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় যাত্রীবাহী বাস সার্ভিস চালু হয়েছে। প্রাথমিকভাবে চারটি বাস কারওয়ানবাজার থেকে রামপুরা পর্যন্ত যাতায়াত করবে। কারওয়ান বাজার থেকে রামপুরা পর্যন্ত যাত্রীদের ১৫ টাকা ভাড়া দিতে হবে। আর পুরো হাতিরঝিল ঘুরতে লাগবে ৩০ টাকা।

বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে চারটি বাস উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, হাতিরঝিল ইতোমধ্যে একটি আইকন স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে। হাতিরঝিলের এমপি থিয়েটার, দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপনের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া হাতিরঝিলে একটি অপেরা স্থাপন করা প্রধানমন্ত্রীর স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগও নেয়া হবে।

তিনি বলেন, হাতিরঝিলের সঙ্গে গুলশান-বনানী লেকের সংযোগ স্থাপন এবং আরও কয়েকটি ব্রিজ স্থাপন করা হবে।

মন্ত্রী বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে পার্কিংয়ের অনুমোদন নিয়ে রেস্টুরেন্ট গড়ে তোলা হচ্ছে। সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। কেউ যেন সড়কের ওপর গাড়ি না রাখে সে বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেয়া হবে। কিছুতেই রাস্তায় গাড়ি রাখতে দেয়া হবে না।

এ সময় উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, হাতিরঝিলের সৌন্দর্য পৃথিবী স্বীকার করেছে। আগামীতে হাতিরঝিলে পাবলিক টয়লেটসহ পরিকল্পনা অনুযায়ী সব ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মেজর জেনারেল সাঈদ মাসুদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খন্দকার গোলাম ফারুক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া