adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাবল সেঞ্চুরি করে জাতীয় দলে ফেরার আভাস লিটনের

LITONনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি আগেই জানিয়েছিলো, বিসিএলে যারা ব্যাটিং আর বোলিংয়ে ভাল পারফরম করবে, তাদের ভারত সফরে নেওয়া হতে পারে। এবার লিটন কুমার দাস হয়তো জাতীয় দলে ঢুকে যেতে পারে ভারত সফর করতে। চলতি বিসিএল আসরে ডাবল সেঞ্চুরি করে স্ইে আভাসই দিয়ে রেখেছেন তিনি।
ইস্ট জোনের হয়ে খেলছেন লিটন দাস। সেন্ট্রাল জোনের বিপক্ষে তিনি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। জাতীয় দল থেকে ছিটকে পড়ার পর ঘরোয়া ক্রিকেটে রানেই ছিলেন। এবার বড় ইনিংস খেলে জাতীয় দলে ফেরার দাবি তিনি তুলতেই পারেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সব মিলিয়ে এটা তার ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিএলের পঞ্চম আসরের প্রথম পর্বের এই ম্যাচে আজ রোববার ৬০ রানে অপরাজিত থেকে ক্রিজে এসেছিলেন লিটন। এই প্রতিবেদন লেখার সময় ২২১ বলে ২০০ রানে অপরাজিত আছেন উদ্বোধনীতে নামা এই ব্যাটসম্যান।

লিটনের শতকের দিনে দারুণ অবস্থায় আছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৩২ রান তুলেছে দলটি। এর আগে আবু জায়েদের ৫ উইকেটের তোপে প্রথম দিনে প্রথম ইনিংসে ২২৪ রান তুলে গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। জাতীয় দলের হয়ে ৩টি করে টেস্ট ও টি-২০ এবং ৯টি ওয়ানডে খেলেছেন লিটন। আন্তর্জাতিক অঙ্গনে সব ফরম্যাট মিলিয়ে তার সর্বোচ্চ ইনিংসটি সাদা পোশাকে, ৫০ রানের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া