adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিক ও সাকিব ছাড়িয়ে গেলেন বোর্ডার ও জয়সুরিয়াকে

sakib1430931428 (1)ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই টেস্ট ম্যাচের মধ্য দিয়ে তারা নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন। যা অ্যালান বোর্ডার ও সনাত জয়াসুরিয়ার ওপরে তাদের স্থান দিয়েছে।
 
বুধবার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামেন মুশফিকুর রহিম। কোনো নির্দিষ্ট মাঠে একজন ক্রিকেটারের এটাই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। এই মিরপুরেই ৮৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
সাকিব ও মুশফিকের পরের দুটি স্থানে রয়েছেন দুই কিংবদন্তি। তারা হলেন অ্যালান বোর্ডার ও সনাত জয়সুরিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৮২টি ম্যাচ খেলে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি বোর্ডার। আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮১টি ম্যাচ খেলে চার নম্বরে আছেন শ্রীলঙ্কান ক্রিকেট গ্রেট জয়সুরিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া