adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গলা টিপে ২৫ হাজার টাকা নিলেন এমপিপুত্র, দাবি ৫ লাখের’

MPডেস্ক রিপাের্ট : সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমনের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। 

২৭ জানুয়ারি শুক্রবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এই মামলাটি করেন। মামলা নম্বর ৫১।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা মামলা দায়েরের বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তবে রুমনের মা সংসদ সদস্য মিসেস রিফাত আমিন দাবি করেছেন, ‘আমার ছেলে এই মুহূর্তে ঢাকায়। ঘটনার দিন সে এখানে ছিলই না। তার পরও আমার ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এটি একটি মিথ্যা মামলা।’ 

বাদী সিরাজুল ইসলাম মামলায় বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রুমনসহ চারজন আমাকে ভোমরা বন্দরের ব্যবসায়ী মাকছুদুর রহমানের কার্যালয়ে জোর করে ধরে নিয়ে যায়। সেখানে তারা আমাকে ও চাচাতো ভাই ফিরোজ হোসেনকে অস্ত্র দেখিয়ে মারপিট করে ও গলা টিপে ধরে আমার কাছে থাকা নগদ ২৫  হাজার টাকা ছিনিয়ে নেয়।’ 

‘এই সময়ে রুমন আমাকে ও ফিরোজকে খুন করার হুমকি দিয়ে বলে, তাঁকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে। এর অন্যথা হলে ভোমরা স্থলবন্দরে তাদের আসা এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে’, উল্লেখ করা হয় মামলাতে।

মামলার অন্য আসামিরা হচ্ছেন ইমরান হোসেন টনি, ফরহাদ হোসেন ও তুহিন হোসেন। 

ওসি আরো জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। অচিরেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। 

রুমনের বিরুদ্ধে এর আগেও যুবলীগ নেতাকে মারপিট, গরু ব্যবসায়ীকে মারপিট করে টাকা আদায়, সোনার দোকানি মিলন পালের বাড়ি দখল ও নগদ টাকা লুট এবং শ্যামনগর থানায় তাঁর মায়ের লাইসেন্সকৃত অস্ত্র ও কয়েকজন নারীসহ ধরা পড়ার মামলা রয়েছে। এর আগেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এনটিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া