adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিফেন্ডার রামোসের গােলে জয়ে ফিরল রিয়াল

Real-madridস্পাের্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার সার্জিও রামোসের কিন্তু আরো একটি নাম আছে, ‘দ্য লেট-গোল স্পেশালিস্ট’! শেষ মুহূর্তে গোল করে অনেকবার দলের পরাজয় এড়ানোর নায়ক হওয়ায় তাকে এই নামে ডাকা হয়।

কিন্তু গত সপ্তাহে তিনি সেভিয়ার বিপক্ষে শেষ দিকে আত্মঘাতী গোল করে হয়ে যান খলনায়ক। সপ্তাহ ঘুরতে না-ঘুরতেই আবার নায়ক বনে গেলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তার জোড়া গোলেই শনিবার লা লিগায় মালাগাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফের জয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে অপরাজিত থাকার পর টানা দুই ম্যাচ হেরে বসে রিয়াল মাদ্রিদ। গত রোববার লা লিগায় সেভিয়ার কাছে ২-১ গোলে হারের পর বুধবার কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠেও একই ব্যবধানে হারে ‘লস ব্লাঙ্কোস’রা।

জয়ে ফিরতে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানায় রিয়াল মাদ্রিদ। কিন্তু ১২ মিনিটের মধ্যেই করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হয়। তবে ৩৫ মিনিটে রামোসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। টনি ক্রুসের কর্নার থেকে জোরালো হেডে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ অধিনায়ক।

আট মিনিট পরেই রামোস পূর্ণ করেন নিজের জোড়া গোল। তাতে স্কোরলাইন হয়ে যায় ২-০। এবারও গোলের জোগানদাতা টনি ক্রুস। জার্মান মিডফিল্ডারের ফ্রি-কিক থেকে আসা বল পায়ের টোকায় জালে জড়িয়ে দেন রামোস। এবারের লিগে এটি রামোসের ষষ্ঠ গোল।

বিরতির পর ৬৩ মিনিটে হুয়ান আনোর গোলে ব্যবধান কমায় মালাগা। এক মিনিট পর সমতায়ও ফিরতে পারতো অতিথিরা। তবে চোরি কাস্তোর শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাস। শেষ দিকে রিয়াল বাবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে, ১ পয়েন্ট কম নিয়ে বার্সেলোনা আছে তিনে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া