adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এখন তো মহিলাদের সঙ্গে কথা বলতেই ভয় লাগে’

image_58197_0নয়া দিল্লি: নারী নিগ্রহ প্রসঙ্গে প্রথমে বিতর্কিত মন্তব্য করে প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেন ভারতের মন্ত্রী ফারুক আবদুল্লাহ৷ শুক্রবার খোদ কেন্দ্রীয় অপ্রচলিত শক্তিমন্ত্রীকে নিয়ে দিনভর বিতর্ক চলল৷

সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছে তেহেলকার প্রাক্তন সম্পাদক তরুণ তেজপাল৷ ইনটার্নকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও৷ যা ঘিরে তোলপাড় গোটা দেশ৷ এই পরিস্থিতিতেই নারী নিগ্রহ প্রসঙ্গে শুক্রবার বেফাঁস মন্তব্য করে বসলেন ফারুক! এদিন তিনি বলেন, দেশে যে হারে নারী নিগ্রহের অভিযোগ উঠছে, তাতে মহিলাদের সঙ্গে কথা বলতেই তার ভয় হচ্ছে, পাছে না গ্রেফতার হয়ে জেলে যেতে হয়! এই প্রেক্ষিতে মহিলা সচিব রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন ফারুক৷

ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে নানা মহলে৷ বিজেপির পাশাপাশি ফারুকের বক্তব্যের সমালোচনায় মুখর হন মন্ত্রিসভায় তারই একাধিক সতীর্থ৷ স্মৃতি ইরানি, কৃষ্ণা তিরথ, অম্বিকা সোনিরা কড়া প্রতিক্রিয়া জানান৷ ন্যাশনাল কনফারেন্স পেট্রনের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন মমতা শর্মাও৷

বাবার মন্তব্যের সমালোচনা করে ট্যুইটারে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ লেখেন, আমি নিশ্চিত যে, নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে করা বাবার এই মন্তব্যের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না৷ তবুও, আমি আশাবাদী রসিকতার ছলে তিনি যা বলেছেন, তার জন্য তিনি ক্ষমা চাইবেন৷এর কিছুক্ষণ পরই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চান ফারুক৷ বলেন, তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, তিনি মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল৷ভারতে ফারুকই প্রথম নন৷ নারী সুরক্ষা নিয়ে সাম্প্রতিকসময়ে বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহ৷ বিতর্কে জড়ান খোদ সিবিআই অধিকর্তা রঞ্জিত সিংহও৷ দিল্লি গণধর্ষণকাণ্ডের পর বিতর্কিত মন্তব্য করেন রাজস্থানের বিজেপি বিধায়ক বানোয়ারি লাল সিংহ৷ ফারুকের মতোই প্রত্যেকে অবশ্য পরে ক্ষমা চেয়েছেন৷ কিন্তু তাতেই কি সাতখুন মাফ? প্রশ্ন উঠছে, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়ে কেন বিচক্ষণতার পরিচয় দেন না রাজনৈতিক নেতা বা প্রভাবশালী ব্যক্তিরা? সূত্র: সংবাদ সংস্থা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া