adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বেগুনি পাতার ধান

ডেস্ক রিপাের্ট : মাঠজুরে কাঁচা ধান সবুজ আর পাকা ধান সোনালী হয় এটি সকলেই জানেন। কিন্তু কুমিল্লায় বেগুনি ধান নজর কেড়েছে সকলের। কৃষির এমন নতুন উদ্ভাবন নিয়ে কাজ করছেন কৃষক মঞ্জুর হোসেন।

ফসলি জমির চার দিকে সবুজ ধান খেত তার মাঝে বেগুনি রঙের ছটা। প্রথম দেখায় অবাক হবেন সবাই। কুমিল্লায় সবুজ ধান খেতের মাঝে ৪ শতক জমিতে বেগুনি পাতার ধান রোপন করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক মঞ্জুর হোসেন।

সুন্দরবনের মাঠে অল্প কিছু ধান দেখে সেখান থেকে বীজ এনে রোপন করেন তিনি। পরিচর্যা করছেন নিয়মিত।

কৃষক মঞ্জুর হোসেন বলেছেন, এই ধানটি যদি ভালো ফলন ফলানো যায় তাহলে এই ধানটি সারা বাংলাদেশেই সম্প্রসারণ করার জন্য সবুজ গাছের তরল সোনার একটি দৃষ্টান্ত রাখবে এই বেগুনি পাতার ধানটি।

নামহীন এই বেগুনি পাতার ধানটিতে উচ্চ ফলন ধানের বৈশিষ্ট রয়েছে বলে ধরনা কৃষি কর্মকর্তাদের।

কৃষি বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী বলেন, এই ধানের পাতার রং যেহেতু বেগুনি রংঙের কিন্তু পেনিক্যানটি এইচওয়াইভি ধানের শিষের মতোই। ধারনা করা হচ্ছে এই ধানের চালটি সাদাই হবে। তবে আপাত দৃষ্টিতে উপসির বৈশিষ্ট্য বহন করছেন ধানটি।

নতুন জাতের এই পারপল্লির ধানের বৈশিষ্ট্য ও পুষ্টিমান দিনে গবেষণা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক তারিক মাহমুদ ইসলাম বলেন, ধানের পাতার রং যেহেতু বেগুনি। এই ধানের পুষ্টিমান কেমন এই বিষয়টিও গবেষণার বিষয়। এই বেগুনি রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ। জীন ট্রান্সফারের মাধ্যমে এই পদার্থ অন্য ধানে প্রতিস্থাপন করলে সেক্ষেত্রে সেই ধানের পুষ্টিমান কেমন হয় এই বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

কুমিল্লা থেকেই ডক্টর আক্তার হামেদ নতুন জাতের উচ্চফলনশীল আইআর এইট ও ব্রি জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তাই সংশ্লিষ্টদের আশা কুমিল্লার বেগুনি পাতার ধানও সমৃদ্ধ করবে কৃষি খাতকে।

সূত্র : যমুনা টিভি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া