adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে নেই ‘বিপজ্জনক’ ব্রুম

brumক্রীড়া প্রতিবেদক : ওয়েলিংটনে শুক্রবার দ্বিতীয় টি-২০।এখানে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে ফেলবে স্বাগিতকরা। এ ম্যাচে একাদশের বাইরে থাকতে হচ্ছে নেইল ব্রুমকে, যিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিপজ্জনক হয়ে উঠেছিলেন।

নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর পর তৃতীয় ম্যাচে করেছিলেন ৯৭। তবে নেপিয়ারে প্রথম টি-২০ ম্যাচে ইনজুরি আক্রান্ত হন ব্রুম। তার জায়গায় একাদশে থাকছেন ২৭ বছর বয়সী জর্জ ইয়র্কার। যিনি ব্যাটিং অলরাউন্ডার। নিউাজল্যান্ডের হয়ে দুটি করে ওয়ানডে ও টি-২০ খেলোর অভিজ্ঞতা আছে তার।

একাদশে থাকবেন দুই ফাস্ট বোলার ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টের মধ্যে যে কেউ। তবে বোল্টের সম্ভাবনাই উজ্জ্বল।

ওয়েলিংটনের উইকেট স্লো। বল পড়ে নিঁচু হয়। এ কারণে একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার ইশ সোধিকে।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক),ট্রেন্ট বোল্ট/ম্যাট হেনরি,জর্জ ইয়র্কার, কলিন মুনরো, কেরি অ্যান্ডারসন, টম ব্রুস, লুক রনচি (উইকেট রক্ষক),কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, বের হুয়িলার/ইশ সোধি, লুকি ফার্গুসন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া