adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৬ মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ সূচক

11d55c02342fb1e07e24bdcb121d8108-1-1-550x366মাসুদ মিয়া: দেশের পুঁজিবাজার বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে চার কার্যদিবস ধরে পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যহত রয়েছে। বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইতে  প্রায় ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক অবস্থান করছে। আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭ পয়েন্টে উপনিত হয়েছে। যা ২০১৪ সালের ৩ নভেম্বরের পর সর্বোচ্চ। তবে সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকা।

যা আগের কার্যদিবসের তুলনায় ২৭২ কোটি টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। অপরদিকে ১২৯টির দাম কমেছে এবং ৩৩টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৭ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৬৮.০২ পয়েন্টে। এদিন সিএসইতে ৬১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি  কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া