adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোক উৎসব # সালেম সুলেরী

victoryমানুষেরা খুব উৎসবমুখী হয়ে ওঠে কোনও বিষয় পেলেই।
যখন ছুটবে তখন না পেলেও পথ
প্রয়োজনে বাধার ওপর রেখে যাবে পদচিহ্ন,
পাসপোর্ট না থাকলে খুঁজবে রাজনৈতিক আশ্রয় 
পাহাড়ে উঠবে, চাঁদে নামবে আবার
মেঘের ওপরে মহাশূন্যে গিয়ে কাটাবে ক’দিন।
পাউন্ড ডলার রুপী ইত্যাদি আয়ের হিসেব মেলাতে
ছুটে যাবে ব্যস্ত-সমস্ত ব্রোথেলে, সী-বীচে অরণ্যে।
ব্যাংক ব্যালেন্সের অংকগুলো পানীয় বানিয়ে ঢালবে গলায়
রাতভোর ক্যাসিনোয় খেলবে রুলেত আর ব্ল্যাকজেল।
আমরা প্রায়শ যাই এই সব পথে 
কিছুটা প্রশান্তি পাই, বেশিটা হারাই।
যাওয়া মানে স্বনির্ভর দেহের কৌমার্য রেখে আসা
যাওয়া মানে আগামী পুরুষ অকুস্থলে ফেলে আসা 
সভ্যতার নামে নীল ছবিতে নিজেকে বারংবার দেখা,
আর যারা যায় রক্ত দিতে অবেলায় মিছিলে সংগ্রামে
তারাতো জানে না-
যাওয়া মানে প্রাণহীন দেহ নিয়ে উৎসবে 
ফিরে ফিরে আসা,
ফেরে তারা বছর বছর শোকার্ত সঙ্গীতে
শোভন শহীদ মিনারের পাদদেশে কাঁদে বসন্তের ফুল,
তাদের ইচ্ছের কথা-
শ্লোগানে শ্লোগানে
কবিতা নাটকে
সম্পাদকের কলামে
বারবার দাবি হয়ে ফিরে ফিরে আসে
ভাবি আজ তাই, আমরা সবাই
খুব উৎসবমুখী হয়ে উঠি কোনো বিষয় পেলেই। ====
মুক্তিযুদ্ধ ঘরে # সালেম সুলেরী
মাছি ভন ভন মাছি ভন ভন
মুক্তিযুদ্ধ ঘরে,
বয়েস-সুযোগ থাকলেও পাপী
নীরব একাত্তরে!
যুদ্ধ করেনি, অস্ত্র ধরেনি,
বস্ত্র পরেছে পরে,
চেতনার নামে মাছি ভন ভন
মাছি ভন ভন করে।
বেদনায় কাঁবু প্রকৃত যোদ্ধা
মঞ্চে মেলে না আসন,
মাছিদের ‘কানামাছি’ হয়ে কাঁদে 
মুক্তিযুদ্ধ শাসন! 
সুযোগ-সুবিধা, বড়ো অসুবিধা!
ইতিহাস কালা-জ্বরে,
মাছি ভন ভন মাছি ভন ভন
মুক্তিযুদ্ধ ঘরে। ======
এই হোক শেষ রক্তবিন্দু # সালেম সুলেরী
এই হোক শেষ রক্তবিন্দু বললেও পৃথিবীতে
অস্ত্রের সঙ্গীত থামবে না।
ফিরে যাও সাঁড়াশি সভ্যতা বলে
শুরু হোক যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ বলে
কাঁদছি অস্থির পৃথিবীর সন্তানেরা,
প্রতিটি পবিত্র দিন একে একে শহীদ দিবস হয়ে যায়
আমাদের চোখের জলের দাম
রক্ত-শোকের ডাস্টবিনে ফেলে দেয় সশস্ত্র পৃথিবী।
জানি-
এই হোক শেষ রক্তবিন্দু বললেও 
তৃতীয় বিশ্বের মাটি থেকে
সবুজাভ শস্যের বদল রক্ত রং ফসল জন্মাবে,
ফাঁসিতে ঝুলবে আসামীর শোকার্ত শরীর
বৃথাই লিখবে যতো শান্তির সংবাদ সাংবাদিকবৃন্দ,
অতিদ্রুত মূল্য ও জনপ্রিয়তা বাড়বে মারণাস্ত্রের
পৃথক পথিক হয়ে ক্রন্দন ছড়াবে সব রক্তের সম্পর্ক,
এই হোক শেষ রক্তবিন্দু আজ আকাশে-বাতাশে ধ্বনিত হলেও
নিরাময়হীন মাস-কাঁদা নারীদের অসুখ যাবে না,
সভ্যতার কোমল অঞ্চলে
নিয়মিত রক্তস্রাব মেলে দেবে সুলোহিত বোমারু সন্তান!
কবিতার কাগুজে সংলাপ আওড়িয়ে আমরা 
বসবাস করি অনিন্দ্য শান্তির মধ্যে,
এই সমাবেশ, বক্তৃতার বাহুল্য এবং এখানে আমি
দন্ডায়মান স্বাপ্নিক-
রক্তের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে
ফুলে-ফেঁপে উঠছি ক্রমশ এক ব্যর্থ বেলুন আর
নিজেকে হঠাৎ বেশ শান্তি প্রতিষ্ঠার ব্যস্ত প্রতিষ্ঠান
অথবা জাতিসংঘ জাতিসংঘ মনে হয়, কেননা-
এই হোক শেষ রক্তবিন্দু বললেও আমরা আবার
আরেকটি শোক সমাবেশে অচিরেই যোগ দেবো। ====

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া