adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নে ফেসবুকে প্রতিবাদ

rohingaডেস্ক রিপাের্ট : মিয়ানমারে জাতিগত নিপীড়নের প্রতিবাদে সোচ্চার বাংলাদেশী তরুণরা। বিশ্বের মানবতাবাদী মানুষের সঙ্গে একাত্মতা পোষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তারাও জানাচ্ছেন প্রতিবাদ।

nasim_31330_0এসময় অনেকে শান্তিতে পাওয়া অং সাং সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ারও দাবি জানান।
 
এ বিষয়ে সাংবাদিক সাজিদ হক ফেসবুকে লেখেন, 'বাংলাদেশে সাম্প্রদায়িক অশান্তি নিয়ে শান্তির কান্ডারি ‍ইউনূসের কোনও কথা নাই। আর ‍মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের হত্যার নেতৃত্বে রয়েছেন সূচি। এই দুই অশান্তির কাছ থেকে শান্তির নোবেল ফেরত নেয়া হোক।'

একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুব তার টাইমলাইনে লেখেন, 'বন্দি অং সাং সুচি মুক্তি পেয়েছেন ঠিকই। তবে তার মানবতবোধ কারাগারেই রেখে এসেছেন।'

নিপীড়নে অতিষ্ঠ মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশাধিকার বন্ধ রাখার প্রতিবাদ করে সাংবাদিক এসএম মামুন হোসাইন লেখেন, 'বার্মিজ ইয়াবার জন্য সীমান্ত খোলা, জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সীমান্ত বন্ধ। হাই গ্রেইড ইয়াবার চাইতে মজলুম, অসহায় মানবতা বেশি ক্ষতিকর…….।'

ছাত্রলীগ কর্মী সাখাওয়াৎ হোসেন শাহীন লেখেন, 'এরা কোন্ ধর্মের লোক জানিনা! কিন্তু মিয়ানমার এর বিরূদ্ধে কোনও মুসলিম দেশ কেন কথা বলে না? কোথায় হেফাজতে ইসলাম? কোথায় খেলাফত মজলিস আর কোথায় চরমোনাই পীর সাহেবের মুরিদরা?'
নাসিম রুপকের ফেসবুক স্ট্যাটাস

সাবেক ছাত্রলীগ নেতা নাসিম রুপক অবশ্য রোহিঙ্গাদের চেয়ে নাসিরনগরের নিপীড়িত সংখ্যালঘুদের পক্ষেই দাঁড়ানোর পক্ষে মত দিয়েছেন। তিনি লেখেন, 'মিয়ানমারের রোহিঙ্গাদের প্র‌তি তখনই মানবতা দেখাবো যখন তা‌দের সকল দা‌য়িত্ব বা আশ্রয়ের ব্যবস্থা নেবে বিশ্ব মানবতার সোল এজেন্ট যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য। কিংবা বিশ্ব মুস‌লিম ভ্রাতৃত্বে সেবায় রো‌হিঙ্গাদের আশ্রয়ে এগিয়ে আসবে সৌ‌দি আরব অথবা পেয়া‌রে পা‌কিস্তান। কিন্তু বাংলা‌দে‌শে আশ্রয় দি‌য়ে তা‌দের অবাধ ইয়াবা ব্যবসা বা প‌রিচয় লু‌কি‌য়ে বাংলা‌দেশি পাস‌পোর্ট নি‌য়ে বি‌দে‌শে আকাম কুকা‌ম ক‌রে দে‌শের ভাবমু‌র্তি নষ্ট করার জন্য তা‌দের প্র‌তি মানবতা দেখা‌তে পার‌বো না। আর হ্যাঁ, আমার কা‌ছে আরাকা‌নের চে‌য়ে না‌সিরনগর গুরুত্বপূর্ণ। কারণ এটা আমার দেশ আর ওরা আমার ভাই।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া