adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুটার বাকির হাত ধরে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম পদক

ক্রীড়া প্রততিবেদক : অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন এই শুটার। এর আগের আসরেও রুপা জিতেছিলেন এই তারকা।

রােববারে বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী ও রাব্বী হাসান মুন্না অংশ নিয়েছিলেন ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে। তবে বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যান বাংলাদেশের হাসান। ৬০৭.৬ স্কোর নিয়ে বাদ হয়েছিল হাসান। আর ৬১৬ স্কোর নিয়ে উঠে যান ফাইনালে বাকি।

ফাইনাল রাউন্ডে বাকির স্কোর ছিল ২৪৪.৭। শুটের শেষ শটে ৯.৭ স্কোর করেন এই তারকা। শুটিংয়ে প্রথম হয়েছেন অস্ট্রেলিয়ার শ্যুটার ড্যান স্যাম্পসন। তার স্কোর ছিল ২৪৫।

অপরদিকে হাসানের পাশাপাশি ব্যর্থ হয়ছেন বাংলাদেশের দুই নারী শ্যুটার আরমিন আশা ও আরদিনা ফেরদৌস। ১০ মিটার এয়ার পিস্তলের বাছাই থেকেই দুইজন বাদ পড়েন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া