adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে ১৯টি নিষিদ্ধ পিস্তল জব্দ

PISTOLনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১৯টি আমদানি নিষিদ্ধ পিস্তল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

১১ জুলাই মঙ্গলবার বিমান বন্দরের ফ্রেইট ইউনিট থেকে পিস্তলগুলো জব্দ করা হয়।

অস্ত্রগুলোর মধ্যে ওয়ালথার পিপি ১৬টি এবং তিনটি এইচকেফোর ব্র্যান্ডের পিস্তল রয়েছে।

এর আগে গত ৯ জুলাই এইচকেফোর ব্র্যান্ডের আরও দুটি পিস্তল আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, মঙ্গলবার জব্দ করা পিস্তলগুলোর আমদানিকারক মেসার্স ইমরান আর্মস অ্যান্ড কোম্পানি। এক চালানে ইতালি থেকে মোট ৫৮টি অস্ত্র নিয়ে আসে এই আমদানিকারক।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তাদের অস্ত্র বিশেষজ্ঞগণের উপস্থিতিতে মঙ্গলবার আমদানি করা অস্ত্র পরীক্ষা করা হয়।

এ সময় দেখা যায়, অস্ত্র পরীক্ষায় দেখা যায় ১৯টি অস্ত্র পুরানো ও ফ্যাব্রিকেটেড। একইসাথে এসব অস্ত্রের অধিকাংশের বডির বিভিন্ন অংশের গায়ে খোদাই করা মুদ্রিত ইউনিক নম্বর ভিন্ন ভিন্ন।

এই অনিয়মের কারণে শুল্ক আইনের বিধান অনুসারে আজকের ১৯টিসহ মোট ২১টি অস্ত্র আটক করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া