adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মসজিদের আজান সীমিত করতে বিল উপস্থাপন!

_mosqe-compoundআন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে আযান সীমিত করতে বিতর্কিত বিল উপস্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গত ১৩ নভেম্বর রবিবার বিলটি উপস্থাপন করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। 

খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে নেতানেয়াহু বলেন, অকারণে বিভেদ সৃষ্টিকারীদের বিপক্ষে এটি একটি পদক্ষেপ। নেতানিয়াহু আরও বলেন, প্রার্থনার জন্য আহ্বান করার রীতিতে জনগণের ভোগান্তি বাড়ে। অতিরিক্ত শব্দ দূষণেরও সৃষ্টি হয় বলে অভিযোগ করেন তিনি। বিলটি পাস হলে তা সব সম্প্রদায়ের প্রার্থনা ঘরের জন্যই প্রযোজ্য হবে। তবে মসিজদগুলোই এই বিলের আসল টার্গেট বলে অভিযোগ উঠেছে।
 
ইসরাইলি গণমাধ্যম বলছে, বিলটি পাস হলে জনগণকে প্রার্থনার জন্য আহ্বান করার রীতি বন্ধ হয়ে যাবে। এদিকে সরকারি এ কর্মকাণ্ডকে ধর্মীয় স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল। 

বিভিন্ন গণমাধ্যম বলছে, বিলটির মাধ্যমে ইসরাইল নিয়ন্ত্রিত এলাকার মসজিদগুলোতে মাইকে আযান দেয়া বন্ধ করার চেষ্টা করা হয়েছে। মন্ত্রিসভায় বিলটি পাস হয়েছে বলেও কিছু গণমাধ্যম খবর দিয়েছে। এমনকি মসজিদে মোয়াজ্জেনদের গ্রেফতারের খবরও দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া