adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরকে ১২ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

egyptআন্তর্জাতিক ডেস্ক : মিশরের গভীর অর্থনৈতিক সংকট নিরসনের সহায়তায় তিন বছরের জন্য ১২ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। তাৎক্ষণিকভাবে দেশটিকে ২.৭৫ বিলিয়ন ডলার দেয়া হবে, বাকি অর্থ অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংস্কারের উপর ভিত্তি করে দেয়া হবে।
 
আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্দ বলেছেন, এই অর্থ মিশরের দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ মোকাবেলায় দেয়া হচ্ছে। মিশরের প্রেসিডেন্ট আব্দুল আল ফাত্তাহ সিসির সরকারের বাজেটে জিডিপির ১২ শতাংশ ঘাটতি রয়েছে। এছাড়া চরমমাত্রায় বেকারত্ব বিরাজ করছে। 
 
২০১১ সালে তথাকথিত আরব বসন্তের পরে সৃষ্ট হওয়া রাজনৈতিক সংকটের পরে দেশটি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। পিরামিড ও নীল নদের দেশ মিশরের আয়ের বড় একটা অংশ আসে পর্যটন থেকে। বিগত ৫ বছরে সেখানে পর্যটক আসার সংখ্যাও কমে গেছে। 
 
গত সপ্তাহে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি ব্যাপকভাবে মুদ্রার অবমূল্যায়নের নীতি গ্রহণ করেছে। প্রকৃত মানের চেয়ে ডলারের বিপরীতে মিশরীয় মুদ্রার মান প্রায় ৫০ শতাংশ কমানো হয়। উল্লেখ্য, মিশর ভাসমান মুদ্রার মান নীতি অনুসরণ করে থাকে সাধারণত। মিশরে সুদের চলতি হার ৩ শতাংশ বাড়িয়ে ১৪.৭৫ শতাংশ করা হয়েছে। এছাড়া মৌলিক পণ্য  ও জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে যা সিসি সরকারের প্রতি জনগণের ক্ষোভ বৃদ্ধি করেছে। বিবিসি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া