adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আনন্দ-বিষাদের মিশ্রণই ফ্লেমিঙ্গো

flamingoবিনােদন ডেস্ক : কারেন লুগো। স্পেনের ঐতিহ্যবাহী ফ্লেমিঙ্গো ঘরানার নৃত্যশিল্পী। 'ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উতসব ২০১৬'-এ রিকার্ডো মোরোর নেতৃত্বে তার দল এক্সত্রেমাদুরা ও মুরসিয়া অঞ্চলের ভিন্নধর্মী পরিবেশনা তুলে ধরেছেন। এ আয়োজন নিয়ে অন্যান্য বিষয়ে কথা হলো কারেন লুগোর সঙ্গে।

প্রথম বাংলাদেশ সফরে কেমন লাগছে?

বেশ ভালো। চারিদিকে যেন উতসবের আমেজ ছড়িয়ে আছে। 'ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৬'-এর আয়োজন ছিল জমকালো। একসঙ্গে এত দর্শকের সামনে পারফর্ম করতে পারা যে কারও জন্য সৌভাগ্যের। এ দেশের মানুষ সংস্কৃতিপ্রেমী বলেই হয়তো এমন আয়োজন করতে পেরেছে।

ফ্লেমিঙ্গোর সঙ্গে এদেশের অনেকের পরিচয় নেই, এটা জেনেও নিজেদের পরিবেশনা নিয়ে আশাবাদী…

এর আগে ভারত, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে পারফর্ম করে ভালো সাড়া পেয়েছি। বাংলাদেশেও ভিন্নধর্মী উপস্থাপনা দিয়ে দর্শকদের মন জয় করতে পারব- এমন আত্মবিশ্বাস নিয়ে এসেছি এখানে। আশা করি নিরাশ হব না।

এই আত্মবিশ্বাসের কারণ?

ফ্লেমিঙ্গো কেবল নাচ নয়, অর্কেস্টার মতো অনেক কিছুর সমাবেশ। গান, গিটার, হাততালি, নাচের মুদ্রায় পা এবং আঙুলের খেলা- এসব কিছুর সমন্বয়ে ফ্লেমিঙ্গো। এতে প্রতিটি পরিবেশনায় থাকে আলো-অন্ধকারের গল্প। তেমনি ভারতীয় নাচের সঙ্গে এর যথেষ্ট মিল খুঁজে পাবেন। এক কথায় আনন্দ আর বিষাদের মিশ্রণই হলো ফ্লেমিঙ্গো। যে কারণে শত বছরে এর আবেদন এখনও ম্লান হয়ে যায়নি।

'ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব ২০১৬'-এ আলাদা কোনো পরিবেশনার কথা ভেবেছিলেন?

আমাদের পরিকল্পনা ছিল বিষাদের সুর নয়, কেবলই আনন্দময় নাচ, গানের পরিবেশনা তুলে ধরা হবে এই উৎসবে। নতুন কিছু যদি বলেন, তাহলে বলব, রিকার্ডো মোরের সঙ্গে আগে দু'জন বা তিনজন পারফর্ম করলেও এবার আমাদের দলে থাকছে মোট পাঁচজন শিল্পী। সে হিসেবে আমাদের পরিবেশনায় কিছুটা হলেও নতুন মাত্রা যোগ হয়েছে, এ কথা অস্বীকার করার উপায় নেই।

এবার একটু পুরনো দিনের প্রসঙ্গে ফিরে যাই। জানতে চাই ফ্লেমিঙ্গো শিল্পী হওয়ার বাসনা কবে থেকে?

চার বছর বয়সে ফ্লেমিঙ্গো নাচের তালিম নিয়েছি। শুধু স্পেন বা ফ্রান্স নয়, পুরো ইউরোপজুড়ে এর কদর রয়েছে। আমার পূর্বসূরিদের ফ্লেমিঙ্গো নাচ দেখেই এর প্রতি দুর্বলতা তৈরি হয়েছিল। শৈশব থেকে শুরু করে টানা ১৫ বছর এর তালিম নিয়েছি।

রিকার্ডো মোরের সঙ্গে দল গঠনের পরিকল্পনা কীভাবে?

কোনো রকম ঘোষণা দিয়ে দল গঠন করিনি। ফ্লেমিঙ্গোর নাচের জন্য সবার আগে একজন গিটার বাদক চাই। একজন দু'জন করে বিভিন্ন জনের সঙ্গে নাচতে গিয়ে কখন যে আলাদা এক দল তৈরি হয়ে গেছে বুঝতেই পারিনি। চিন্তাধারা মিল ছিল বলেই রিকার্ডো মোরের সঙ্গে কাজ করছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া