adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমরা কি শুধু গুলিই খেয়ে যাবো?

Selim1নিজস্ব প্রতিবেদক : আমাদের বর্ডার গার্ড কেন এখন পর্যন্ত রাজ্জাককে ফিরিয়ে আনার বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি তার তুমুল সমালোচনা করলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম।
তিনি বলেন, ‘রাজ্জাককে ধরে নেয়ার পর মিয়নমারের বর্ডার গার্ড তাদের ফেসবুকে যে কয়েকটি ছবি প্রকাশ করেছে তার মধ্যে একটি ছবিতে রয়েছে রাজ্জাককে হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। যে হাতকড়া শুধু রাজ্জাকের হাতেই পরিয়ে রাখেনি, এটি ১৬ কোটি মানুষের হাতে পরানো হয়েছে।’ সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচানায় হাজি মো. সেলিম এ কথা বলেন।
হাজি সেলিম বলেন, ‘মিয়নমারের বিজিপি আমাদের সঙ্গে বেয়াদবি করছে, আমরা কিছুই করতে পারছি না। আমরা এতো টাকা খরচ করছি আমাদের বিজিবির পেছনে, তাদের কাছ থেকে কি পাচ্ছি? মিয়ানমারের বিজিপি আমাদের সদস্যদের গুলি করে, তুলে নিয়ে যায়। এখানে আমরা কেন প্রতিরোধ গড়তে পারি না, তাদের পাল্টা গুলি করতে পারি না? তার মানে কি আমাদের বিজিবি শক্তিশালী না?’
তিনি বলেন, ‘সবাই জানে মিয়নমারের বিজিবি সদস্যরা ইয়াবা, মাদকসহ এমন কিছু নেই তারা করে না। তারা আমাদের বিল্পব কুমারকে গুলি করে রাজ্জাককে তুলে নিয়ে গেলো। এতো দিন হওয়ার পরও কেন আমরা এর কোনো সুরাহা করতে পারছি না। রাজ্জাককে দ্রুত ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।’ কুটনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, ‘সবাই জানে আমাদের কূটনৈতিক নীতি হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আর সরকারের সকল চালিকাশক্তি থাকা সত্ত্বেও কেন আমরা পারি না, তাহলে আমরা কি শুধু গুলিই খাবো?’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া