adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অামাদের সঙ্গে খেলাে নয়তো ক্ষতিপূরণ দাও : ভারতকে পাকিস্তান

pakistanস্পাের্টস ডেস্ক : ২০১২ সালের পর থেকে পাকিস্তানের সাথে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না পাকিস্তান। ক্রিকেটের অন্যতম এই দুই পরাশক্তির লড়াইটা কেবল আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে।

পাক-ভারতের ক্রিকেট লড়াই নিয়ে যখন দুদেশ কেবলই আলোচনার টেবিলে বসেছে ঠিক তখনই কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ভারতের ১৬ সেনা নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সংকট তৈরি হয়।

অবস্থা এমনই খারাপ হয়ে যায় যে, পাকিস্তানের সাথে আর আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও খেলতে অস্বীকৃতি জানায় ভারত।

এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইসিসির কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‘সাম্প্রতিক মিটিংয়ে আমরা বিসিসিআই এবং আইসিসিকে পরিষ্কারভাবেই জানিয়েছি, ভারত যদি পাকিস্তানের সঙ্গে খেলতে না চায় তাহলে বিসিসিআইকে এর ক্ষতিপূরণ দিতে হবে।’

 পিসিবির এই কর্তাব্যক্তি আরো জানান, ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের কোনো সমস্যা নেই। রাজনীতি ভুলে ভারতেরও পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত।

তিনি বলেন,  ‌'ভারত পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে পাকিস্তান। এজন্য আইসিসির কাছেও ক্ষতিপূরণ দাবি করেছি আমরা।'

পাকিস্তানের এমন দাবির প্রেক্ষিতে এখন আইসিসি বা বিসিসিআইয়ের জবাবের অপেক্ষা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া