adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হানিফ বললেন- ব্রাহ্মণবাড়ীয়ায় সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেবে আ.লীগ

hanifনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতি আওয়ামী লীগ পুষিয়ে দেবে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 হানিফ বলেন,  ‘নাসিরনগরে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতি পাশে আছি আমরা।  এজন্য আজ আমাদের একটি প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শনে গেছে। তাদের ক্ষতির পরিমাণ জেনে আমরা তা পুষিয়ে দেয়ার চেষ্টা করব।’

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তব্যের অবহেলার অভিযোগে উঠেছে, এ ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘নাসিরনগরের ঘটনার সাথে যারা জড়িত, কেন এ ধরণের ঘটনা ঘটলো এবং কাদের কর্তব্যের অবহেলার কারণে এ ধরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কারও ধর্ম নিয়ে আমরা কটাক্ষ সহ্য করবো না। মিথ্যাচার করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে অন্য ধর্মের প্রতি আঘাত করা আমরা কখনো বরদাশত করব না।’

অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘অগ্নেয়াস্ত্র প্রদর্শনের অভিযোগে ছাত্রলীগ থেকে ইতিমধ্যে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া জন্য। আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসী কর্মকান্ড বরদাশত করে না।’

সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন।

বাংলাদেশের নষ্ট সময় চলছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘নষ্ট সময় বলতে উনি কি বুঝিয়েছেন সেটা আমরা জানি না। এখন দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় চলছে। দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজ্জাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার‌্যসিনর্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বিপ্লব বড়ুয়া, রেমণ্ড আরেং প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া