adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামীণফোনের ‘০১৩’ সিরিজ চূড়ান্ত হচ্ছে আগামী সপ্তাহে

grameenনিজস্ব প্রতিবেদক: বিদ্যমান নম্বর সিরিজ ফুরিয়ে আসায় গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ‘০১৩’ এর অনুমোদন আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ রোববার (৩০ অক্টোবর)  বলেন, ‘০১৩’ কোড গ্রামীণফোনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে ফাইনাল করে ফেলতে পারবো।’

নতুন নম্বর সিরিজের চূড়ান্ত অনুমোদন হলে কিছু প্রক্রিয়া শেষে গ্রামীণফোনের গ্রাহকরা ‘০১৭’ এর পাশাপাশি ’০১৩’ সিরিজ ব্যবহার করতে পারবেন।

গত ২১ আগস্ট বিটিআরসি’র কমিশন সভায় কিছু শর্ত অনুসারে গ্রামীণফোনকে নতুন এই নম্বর সিরিজের অনুমোদন দেওয়া হয়।

আগামী দুই-তিন মাসের মধ্যে নতুন নম্বর সিরিজ চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘বিটিআরসি’র চূড়ান্ত অনুমোদনের জন্য আমরা অপেক্ষা করছি। নতুন নম্বর সিরিজ পেলে কিছু কারিগরি কাজ শেষে তা চালু করতে কিছু সময়ের প্রয়োজন হবে’।
‘০১৭’ সিরিজের ১০ কোটি নম্বর প্রায় শেষ হয়ে আসায় গত বছর নতুন নম্বর সিরিজের জন্য বিটিআরসিতে আবেদন করে অপারেটরটি।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুসারে, দেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে আসছে।

তবে রাজস্ব বকেয়া থাকায় বর্তমানে দেশের প্রথম সিডিএমএ অপারেটর সিটিসেলের মোবাইল সেবা বন্ধ রয়েছে।

আর বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহৃত আছে। একেকটি সিরিজ দিয়ে ১১ অংকের ১০ কোটি নম্বর ব্যবহার করতে পারে অপারেটররা।

বিটিআরসি’র সর্বশেষ আগস্ট মাসের তথ্যানুসারে, ১১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৫ লাখ ৭ হাজার।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া