adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে শ্যাম্পুর বোতলে আধা কেজি স্বর্ণ – একজন গ্রেফতার

SAMPHUনিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর লাগেজের ভেতর থেকে দুটি শ্যাম্পুর বোতলে লুকানো অবস্থায় আধা কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।২২ এপ্রিল  শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে আসা এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
এ তথ্য নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান। এ ঘটনায় শেখ রনি আহমেদ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ওডি-১৬২) করে শাহজালালে অবতরণ করেন রনি। তার মালামালের মধ্যে দুটি শ্যাম্পুর বোতলের ভেতর লুকানো অবস্থায় আধা কেজি ওজনের কয়েকটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে মালামালসহ তাকে আটক করা হয়।
রনির বাড়ি গোপালগঞ্জে এবং তার বাবার নাম আয়নাল হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া