adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩যুগ পর চলচ্চিত্রে জুয়েল আইচ!

news_img (1)বিনোদন প্রতিবেদক : ১৯৮০ সালের কথা। আজিজুর রহমান পরিচালিত ‘ছুটির ঘণ্টা’ ছবিতে সর্বপ্রথম অভিনয় করেন আন্তর্জাতিক খ্যাতিম্পন্ন জাদুশিল্পী জুয়েল আইচ। জনপ্রিয় এ ছবিটি সর্বমহলে প্রশংসিত হয়। এরপর চলচ্চিত্রে তার অভিনয় করা হয়নি। নতুন খবর হল প্রায় ৩যুগ পর একটি শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জুয়েল আইচ।

ছবির নাম ‘প্রাচীর পেরিয়ে’। ছবিটি পরিচালনা করছেন শাহানূর খান রিপন। এ ছবিতে অভিনয় করা নিয়ে জুয়েল আইচ বলেন, অভিনয় করা আমার কাজ নয়। তারপরও দীর্ঘ সময় পর অনেকটা অনুরোধে এ ছবিটি করছি। এ ছবিতেও ‘ছুটির ঘণ্টা’র মতো জুয়েল আইচ চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে আমাকে।

শিশুদের অনুপ্রেরণামূলক কিছু কথা বলতে দেখা যাবে এ ছবিতে। তবে সেটা কোনো বক্তৃতাধর্মী না, ছবির সঙ্গে প্রাসঙ্গিকতা রেখেই পরিচালক আমার চরিত্রের কথা ভেবেছেন। দীর্ঘ সময় পর এই রকম একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। সত্যিই এটা অন্যরকম এক অনুভূতি।

গ্রাম টেলিমিডিয়ার প্রযোজনায় এ ছবিতে আরও অভিনয় করছেন ফেরদৌস, সামির খান, অর্পা, নাবিল, ইয়াসির, জারা প্রমুখ। 

এ মাসের ১৫ তারিখ থেকে মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকার বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণের কাজ হবে বলে ব্রেকিংনিউজকে জানিয়েছেন নির্মাতা শাহানূর খান রিপন । 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া