adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে বিদ্রোহী প্রার্থীর সমাবেশে আ.লীগের হামলা: এক পুলিশ গুলিবিদ্ধসহ আহত ৩০

NARILডেস্ক রিপোর্ট : নড়াইলের কালিয়া উপজেলায় বিদ্রোহী প্রার্থীর সমাবেশে হামলা ও গুলি চালিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর সমর্থকরা। এঘটনায় নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন।  এসময় কনস্টেবল ফারুক আহম্মেদ ও মাহাবুব হোসেনসহ কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছে।

আহতদেরকে গোপালগঞ্জ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৮ এপ্রিল সোমবার রাতে উপজেলার বাঐসোনা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়ার বাঐসোনা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এস এম চুন্নুর নির্বাচনী সমাবেশ ছিল চরডুমুরিয়া গ্রামে। সমাবেশের শেষ পর্যায়ে রাত আটটার দিকে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেলে করে এসে চাপাতি, রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ থেকে ২০টি গুলি ছোড়ে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফোরকান মোল্লার সমর্থকেরা এ হামলা চালান। তাঁদের গুলিতেই উপপরিদর্শক হাবিবুর রহমান গুলিবিদ্ধ হন। এ ছাড়া দুই কনস্টেবলসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে ফোরকান মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কে বা কারা সমাবেশে হামলা চালিয়ে আমার ওপর দোষ চাপাচ্ছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া