adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাইকে হারিয়ে গুজরাটের টানা তৃতীয় জয়

Gujrat20160416185057স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আবারও হারলো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের উদ্বোধনী ম্যাচে এবারের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে হেরেছিল গতবারের চ্যাম্পিয়নরা। মাঝে কলকাতার ইডেন গার্ডেনে এসে এক ম্যাচ জিতেছিল তারা। আবার নিজ মাঠে ফিরেই পরাজয়ের স্বাদ নিল আরেকটি নতুন দল গুজরাট লায়ন্সের কাছে। ৩ উইকেটের ব্যবধানে মুম্বাইকে হারিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিল গুজরাট।

মুম্বাইয়ের করা ১৪৩ রানের জবাব দিতে নেমে অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত বেশ নাটকীয়তায় গড়িয়েছিল। অ্যারোন ফিঞ্চের ৫৪ বলে ৬৭ রানের ওপর ভর করলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ জমে উঠেছিল। কিন্তু জমে ওঠা ম্যাচটিতে শেষ পর্যন্ত শেষ বলে বাউন্ডারি মেরে জয় ছিনিয়ে আনলেন ফিঞ্চ।

অস্ট্রেলিয়ান এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও বেশ হিসেবি ইনিংস খেলেছেন তিনি। যার ফল স্বরূপ জয়টা এলো। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকলেন। ৭টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া ২৭ রান করেন সুরেশ রায়না। ১২ রান করেন অক্ষদ্বীপ নাথ। বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরেই পৌঁছাতে পারেননি।     

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে গুজরাটের সামনে মাত্র ১৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিতে পেরেছে মুম্বাই। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করেছে ১৪৩ রান।

শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর ১৯ রানের মাথায় হারায় হার্দিক পান্ডিয়ার উইকেটও। পার্থিব প্যাটেল আর জস বাটলার মিলে চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। কিন্তু ৩২ রানের জুটি গড়ে এটাও বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ সময় ২১ বলে ১৬ রান করে আউট হন বাটলার। কিয়েরণ পোলার্ড আউট হয়ে যান মাত্র ১ রান করে। আম্বাতি রাইডু এসে জুটি বাধেন পার্থিব প্যাটেলের সঙ্গে। প্যাটেল ২৯ বলে ৩৪ রান করে আউট হয়ে যান। 

রাইডু করেন ২০ রান। হরভজনও করেন ২০ রান। টিম সাউদি করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে মুম্বাইর সংগ্রহ ১৪৩ রান। গুজরাটের পক্ষে ১৯ রানে ২ উইকেট নেন ধাওয়াল কুলকার্নি। এছাড়া প্রাভীন টাম্বে ১২ রানে নেন ২ উইকেট। সাদাব জাকাতি, জেমস ফকনার এবং ডোয়াইন ব্র্যাভো নেন ১টি করে উইকেট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া