adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শচীন টেন্ডুলকারের বিদেশে গোপন বিনিয়োগ ছিল

স্পাের্টস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত নেতা ও নামি-দামি ব্যক্তিদের গোপন আর্থিক লেনদেনের খবর ফাঁস হয়েছে প্যানডোরা পেপার্সে। সেই তালিকায় পাওয়া গেছে ভারতের কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নাম।

‘প্যানডোরা পেপার্স’ নামের গোপন এই নথিতে শচীনের ব্যাপারে বলা হয়েছে, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের একটি প্রতিষ্ঠানে ২০১৩ সালে শচীনের একটি পারিবারিক বিনিয়োগ ছিল। সেখানে বিনিয়োগ করেছিলেন শচীন, তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতা। তারা মোট ২৮টি শেয়ার কিনেছিলেন। টেন্ডুলকারের পরিবার সব মিলিয়ে সেই প্রতিষ্ঠানে লগ্নি করেছিল প্রায় ২৫০ কোটি টাকার মতো। তবে ২০১৬ সালে টেন্ডুলকার ও তার পরিবার বিনিয়োগ নগদীকরণ করে সব অর্থ তুলে নিয়েছেন।

এদিকে প্যানডোরায় নাম আসায় বিস্ময় প্রকাশ করেছেন শচীনের আইনজীবী। তিনি শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগের কথা স্বীকার করেছেন। শচীনের আইনজীবী বলেন, ‘বিদেশে টেন্ডুলকারের বিনিয়োগ আছে, তবে সবগুলোই বৈধ ও আইনসিদ্ধ। সেসব বিনিয়োগ করার আগে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই করা হয়েছে সব। -বিবিসি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া