adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মমতা ব্যানাজি বললেন – বাংলাদেশ থেকে আসা লোকেরা আমাদের চোখের মণি

momotaডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজি বলেছেন,‘বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে এসেছেন তারা আমাদের চোখের মণি।’ উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁ স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। তিনি বিরোধী সিপিএম-কংগ্রেস জোট এবং বিজেপির তীব্র সমালোচনা করেন।

বিজেপি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওরা লাট সাহেবের মতো পার্টি চালায়, আর নির্বাচন এলেই হিন্দু-মুসলমানের মধ্যে ভাগাভাগি করে দেয়। উদ্বাস্তু বাঙালিদের মধ্যে ভাগাভাগি করে দেয়। আগের বারে যখন নির্বাচন এল, তখন ওরা (বিজেপি) এসে বলল, বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের বাক্স প্যাটরা দিয়ে ওপারে পাঠিয়ে দেব। আমি এখনো বলি ওপার বাংলা থেকে যারা উদ্বাস্তু হয়ে এখানে এসেছেন, তারা আমাদের চোখের মণি। তারা চোখের মণির মতো থাকবে, তাদের সব অধিকার আমরা দিয়ে রাখব।’

মমতা বলেন, ‘আমিই করেছিলাম নিঃশর্ত জমির দলিল নিয়ে আন্দোলন, এটা বিজেপি করেনি। যে সব উদ্বাস্তু নাগরিক ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তারা আমাদের দেশের নাগরিক। তাদের নাগরিকত্ব কে দেবে? কেন্দ্র দেবে, না রাজ্য দেবে? তারা অলরেডি এখানকার নাগরিক। সব অধিকার তাদের আছে। তারা সব সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পাবেন। তারা আমাদের গর্ব।’

তৃণমূল নেত্রী বলেন, ‘ওপার বাংলায় যখন ‘জয় বাংলা’ বলে মুক্তি আন্দোলন হয়েছিল, তখন এপার বাংলার মানুষ তাদের অনেক সাহায্য করেছিল। দুই বাংলার মধ্যে আমি কোনো তফাত করি না। আমরা একে অপরকে ভালোবাসি।’

তিনি বলেন, ‘কতগুলো রাজনৈতিক দল যারা কাজ করে না, ক্ষমতা থাকলেও কাজ করতে জানে না, বাংলায় সর্বনাশ করে বেড়ায়, সেই দলগুলো মিলে একটা সিন্ডিকেট তৈরি করেছে। এরা ঘুম থেকে উঠে মমতাকে গালাগালি দিয়ে চা বিস্কুট খাচ্ছে, দুপুর বেলায় খেতে যাচ্ছে, মমতাকে গালাগালি দিয়ে ভাত খেতে যাচ্ছে, বিকেলে আবার গালাগালি দিয়ে চা বিস্কুট খেতে যাচ্ছে, রাতে আবারো গালাগালি দিয়ে ভাত খেতে যাচ্ছে। এতে এত অম্বল হচ্ছে তাও বুঝতে পারছে না। এরা রাতে ঘুমিয়েও মমতা ব্যানার্জিকে স্বপ্ন দেখছে। এদের কি বলবেন আপনারা? এরা এতগুলো লোক, আর আমি একা। কিন্তু আমি একা নই, মানুষ আমার সঙ্গে রয়েছে। এটাই বড় শক্তি। এসব লোকেদের কাজ নেই, কর্ম নেই, শুধু তৃণমূল আর তৃণমূল, এরা পাগল হয়ে গেল। এদের কাছে তৃণমূলের সব কিছু খারাপ। আর সব ভালো কে? লাল পার্টির দল।’

মমতা বিগত বামফ্রন্ট জমানার কথা তুলে ধরে বলেন, ‘বাংলাটাকে যারা লাল সন্ত্রাসে সন্ত্রস্ত করে দিয়েছিল, তাদের নাকি গণতন্ত্র চাই! বাংলায় গণতন্ত্র কি কোনো দিন ছিল? আপনারা ‘কমরেড’দের জিজ্ঞাসা করুন গণতন্ত্র কাকে বলে? সিপিএম-কংগ্রেস এবং বিজেপিকে এ কথা জিজ্ঞাসা করতে হবে। আপনাদের মনে নেই থানায় গেলে পুলিশ এফআইআর করতে পারত না ওটা পার্টি অফিস ঠিক করবে। কার ঘরে মেয়ে বিয়ে দেবে, কার বাড়ি পুজো হবে, তাও পার্টি অফিস ঠিক করত। এত তাড়াতাড়ি এখন তাদের মুখে এত বড় বড় কথা! ওরা চাষির ধান কেটে নিত, পুকুরের জলে বিষ মিশিয়ে দিত, ধোপা-নাপিত বন্ধ করে দিত, জোর করে জমি দখল করে নিত। সিপিএম? ৪৬ টা গণহত্যা করেছিলে। নেতাইয়ে কী হয়েছিল মনে আছে? বুদ্ধদেব বাবুর আমলে নন্দীগ্রামে এতগুলো মানুষকে হত্যা করা হয়েছিল, কাউকে এলাকায় ঢুকতে পর্যন্ত দেয়া হয়নি। সব ভুলে গিয়েছেন?’

তিনি বলেন, ‘আপনাদের মনে নেই কয়টা মানুষ সে সময় ভোট দিতে পারত? কাউকে ওরা ভোট দিতে দিত না ভোট কেন্দ্রে যেতে দিত না, তাদের মুখে আজ বড় বড় কথা! ভূতের মুখে রাম নাম?’

বাম-কংগ্রেস জোট প্রসঙ্গে মমতা বলেন, কেরালায় ওরা চুলোচুলি, আর বাংলায় কোলাকুলি করছে। আর বিজেপি তো দিল্লিই সামলাতে পারে না।

সূত্র: এপি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া