adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁশখালী ট্র্যাজেডি -হরতাল চলছে

Hortalডেস্ক রিপোর্ট : এস আলম গ্রুপের বিদ্যুতকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনার প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ৬ এপ্রিল বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়।
 
গতকাল ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে ছাত্রঐক্য ফোরাম বাঁশখালীতে এ হরতাল আহ্বান করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
 
ছাত্রঐক্য ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী বলেন, বিদ্যুতকেন্দ্র নির্মাণবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনার প্রতিবাদে হরতাল পালনে আহ্বান করা হয়েছে।
 
তিনি বলেন, নিজের বাপ-দাদার বসতভিটা রক্ষার সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে এভাবে প্রাণ দিতে হয়, এটা কোনো সভ্য দেশে হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার দাবি জানান আমীর খসরু।
 
গত ৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত হন। বাঁশখালীর এ ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া