adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বিতীয় দফা ইউপি নির্বাচন- সহিংসতায় শিশুসহ নিহত ৬, দুই শতাধিক আহত

jessore__107661_1নিজস্ব প্রতিবেদক : সংঘাত-সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে  দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ।  সহিংসতায় আজ বৃহস্পতিবার সারাদেশে অন্তত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর অদূরে কেরানীগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে এক শিশু নিহত হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামের স্বন্দ্বীপে তিনজন এবং যশোর ও জামালপুরে একজন করে নিহত হয়েছেন।

সহিংসতায় সারাদেশে কমপক্ষে দুই শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে ২২ মার্চ প্রথম দফা নির্বাচনের দিন সহিংসতায় ১২ জন নিহত হয়েছিল।

আজ ৩১ মার্চ বৃহস্পতিবার সকাল আটটায় ভোট শুরুর পরপরই দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে সহিংসতায় এ প্রাণহানির ঘটনা ঘটল। ভোট

প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম: জেলার সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের একটি কেন্দ্র দখল করতে গিয়ে নৌকা প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলিবর্ষণ ছোড়ে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার প্রার্থী কেন্দ্র দখল করতে গেলে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তা ঠেকাতে যায়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর প্রতিনিধির পাঠানো খবর: সকাল সোয়া ১১টার দিকে যশোর সদর উপজেলার ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে আবদুস সাত্তার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পেশায় ফেরিওয়ালা আবদুস সাত্তারের বাড়ি যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায়। সংঘর্ষের পর ওই কেন্দ্রেরভোটগ্রহণ স্থগিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগত সন্ত্রাসীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ও ১০ থেকে ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আবদুস সাত্তার মারা যান।

জামালপুর প্রতিনিধি জানান: বেলা সোয়া ১১টার দিকে মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উত্তর বালুরচর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে রফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। তবে পুলিশের ভাষ্য সংঘর্ষে নয়- হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুলের মৃত্যু হয়েছে।

এছাড়া ঢাকার অদূরে কেরাণীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলা ও গুলিতে শাহিদুল ইসলাম শুভ নামে ১০ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত শাহিদুল ইসলাম ওই এলাকার ঢালিকান্দি গ্রামের আলাল মোল্যার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী  আয়নালের সমর্থকরা রানা মোল্যার নেতৃত্বে ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী কেন্দ্রে হামলা চালায়।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট চলছিল। হঠাৎ ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা চালায়। এসময় তারা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। এতে স্থানীয় আলাল মোল্লার এক শিশু পুত্রসহ মোট ৩ জন গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত শিশু শাহিদুল ইসলামকে স্থানীয় মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণের মধ্যে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। ঢাকায় নেয়ার পথে শিশুটি মারা যায়।

এছাড়া ভোলা সদর উপজেলার রাজাপুর ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া