adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা কাপ ফুটবল – আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল

KFC footballক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আসন্ন স্বাধীনতা কাপের ড্র ঘোষণা করেছে। এবারের আসরে নেই শেখ জামাল ও আরামবাগ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডান দুই গ্রুপে থাকায় গ্রুপপর্বে দেখা হচ্ছে না তাদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ৩০ মার্চ এই আসর দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের ২০১৫-১৬ মৌসুম।

অংশগ্রহণকারী ১০ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। ২০১৪ সালে সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালো শিবির। তাদের সঙ্গে ‘এ’ গ্রুপে আছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব।
 
এদিকে ‘বি’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র, টিম বিজেএমসি, গতবারের রানার্সআপ ফেনী সকার ক্লাব ও রহমতগঞ্জ এমএফএস।

১৫ দিনের জন্য এই টুর্নামেন্টের স্পন্সর হয়েছে কেএফসি।

বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন গ্রুপের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ এপ্রিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া